মেয়েদের আদরের ডাক নাম | মেয়েদের মিষ্টি ডাক নাম
মেয়েদের আদরের ডাক নাম বলতে সংক্ষিপ্ত কোনো একটি মায়াপূর্ণ ও ভালোবাসাপূর্ণ নামে ডাকাকেই মূলত বোঝায়। পৃথিবীতে এমন পিতা-মাতা খুব কমই পাওয়া যাবে, যারা তাদের সন্তানকে ভালোবাসে না। অবশ্য কিছু ক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনাই বেশি। আদরের সন্তানকে আমরা সবাই ভালোবেসে নির্দিষ্ট একটি নামে ডেকে থাকি। যাকে বলে থাকি আমরা ডাক নাম। যেমন- কারো নাম ”হামিদ”। কিন্তু আদর করে আমরা ডেকে থাকি ”হামি”।