মান নির্ণয়ের সূত্র | মান নির্ণয়ের সূত্র সহ অংক সমাধান
আজকে আমরা বীজগণিতের মান নির্ণয়ের সূত্রগুলো জানার পাশাপাশি চমৎকার কিছু উদাহরণ দেখবো। যা দেখে একবারে মূহর্তের মধ্যেই বীজগণিতের মানগুলো আমরা বের করে ফেলতে পারবো। বিভিন্ন চাকুরী পরীক্ষা কিংবা প্রাতিষ্ঠানিক পরীক্ষা সহ নানা রকম পরীক্ষায় মান নির্ণয়ের অংকগুলো এসে থাকে। ব্যাসিক ধারণা এবং মান নির্ণয়ের সূত্রগুলো জানলে এরকম অংকগুলো আমরা খুব সহজেই করতে পারি।