পান্থপথ আবাসিক হোটেল
বাংলাদেশের রাজধানী ঢাকার কাওরান বাজার এলাকার পূর্ব-পশ্চিমে অবস্থিত পান্থপথ খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এখানে নানা ধরনের ব্যবসায়ী কাজ-কর্মের জন্য দেশের বিভিন্ন প্রান্ত হতে লোকজন আসে। আর প্রয়োজনের তাগিদে অনেককে পান্থপথ ১ বা ২দিন থাকতেও হয়। আর এখানেই শুরু হয় সমস্যা। আসেল এটা সমস্যা বলা ঠিক হবে না। যেহেতু আমরা সেখানে নতুন, তাই রাত্রি যাপন কিংবা থাকার জন্য ভালো একটি আবাসিক হোটেল পাওয়া খুব দুঃসাধ্য একটি ব্যাপার।