কোম্পানির ছুটির জন্য আবেদন
আমরা যারা চাকুরিজীবী, প্রত্যেকেরই নানা কারণে, নানা সময় অফিস হতে ছুটি নিতে হয়। তবে এখানে আমাদের অনেকের মনে প্রশ্নে জাগে যে, অন্য সকল ছুটির আবেদন হইতে কোম্পানির ছুটির জন্য আবেদন এ কোনো রকম কি পার্থক্য আছে? বস্তুত, এর উত্তর হ্যা এবং না দুটোই। তবে আমরা যদি এক্সামফল/উদাহরণের মাধ্যমে দুটি আবেদনই দেখি, তাহলে সাথে সাথেই পার্থক্যটি আমরা বোঝতে সক্ষম হবো।