রবি সিমের মালিকানা পরিবর্তন

রবি সিমের মালিকানা পরির্বতন
রবি সিমের মালিকানা পরির্বতন

রবি সিমের মালিকানা পরিবর্তন নিয়ে রয়েছে আমাদের মনে নানা রকম প্রশ্ন এবং দ্বিধাহীনতা। আর তারই ধারাবাহিকতায় আজকের আমি নিজ অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সিমের মালিকানা পরিবর্তন নিয়ে যাবতীয় সকল ধরনের প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবো।

পারিপার্শ্বিক বহুবিধ কারণে আমরা আমাদের রবি সিমের মালিকানা পরিবর্তন করতে চাই। কিন্তু এই ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান/ধারণা না থাকায়, আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে। যাইহোক, রবি সিমের মালিকানা আমরা খুব সহজেই পরিবর্তন করতে পারি জাস্ট কিছু স্টেপ অনুসরণ করার মাধ্যমে। আলোচনা বিলম্ব না করে চলুন জেনে নিই কিভাবে আমরা রবি সিমের মালিকানা এক জন হতে অপর জনের নামে পরিবর্তন করার উপায়।

রবি সিমের মালিকানা পরিবর্তন করতে কি কারণ দর্শাতে হবে?

না, কোনো ধরনের কারণ দর্শানোর প্রয়োজন নেই। প্রয়োজনীয় কাগজ-পত্র দিয়ে মালিকানা পরিবর্তন করা যায়।

রবি সিমের মালিকানা পরিবর্তন করার সঠিক উপায়

রবি সিমের মালিকানা পরিবর্তন করার সঠিক উপায়

যদিও সিমের মালিকানা পরিবর্তন করা সহজ, কিন্তু এরপরও আমাদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। তার পূর্বে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট তথা কাগজ-পত্রগুলো জোগাড় করতে হবে। তাহলে কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে?

প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:

  • বর্তমান মালিক এবং পরবর্তী মালিক তথা উভয়ের ২ কপি করে পাসপোর্ট সাইজের ছবি।
  • উভয় মালিকের জাতীয় পরিচয়পত্র তথা NID এর ফটোকপি।

এই ক্ষেত্রে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে, সিমের মালিকানা পরিবর্তন করতে সিম ক্রয় করার সময় থাকা সকল কাগজপত্র লাগবে। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কেননা, রবি সিমের কর্তৃপক্ষ এমন কোনো ঘোষণা এখন অবধি দেয় নি। ডকুমেন্ট হিসেবে যা যা লাগবে, আমি তা উপরে বর্ণনা করেছি। তবে এখানে একটা বিষয় লক্ষ্যণীয় যে, রবি সিমের বর্তমান মালিক যদি মৃত হয়, তবে সে ক্ষেত্রে কিছু এক্সট্রা/অতিরিক্ত ডকুমেন্ট লাগবে। সেগুলো হলো-

  • মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট (Death Certificate)
  • মৃত ব্যক্তির ওয়ারিশ নামা। এখানে উল্লেখ্য যে, যার নামে মালিকানা ঠিক তাঁর নামেই ওয়ারিশ নামা হতে হবে।
  • মৃত ব্যক্তির সহ উভয়ের পাসপোর্ট সাইজের ছবি।
  • মৃত ব্যক্তি সহ উভয়ের জাতীয় পরিচয়পত্র তথা NID এর ফটোকপি। তবে, মৃত ব্যক্তির যদি জাতীয় পরিচয়পত্র না থাকে, তাহলে অবশ্যই তার জন্ম নিবন্ধন সাথে নিতে হবে।

উপরোক্ত তথ্যগুলো দ্বারা আমরা খুব সহজেই রবি সিমের মালিকানা পরিবর্তন করতে পারি। যদি আপনি উল্লেখিত ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে পারেন, তাহরে এবার প্রশ্ন করতে পারেন যে, এই তথ্যগুলো দিয়ে কোথায়, কিভাবে আমরা মালিকানা পরিবর্তন করবো।

এরজন্য প্রথমে আমাদেরকে তথ্যগুলোকে একসাথে নিয়ে নিকটস্থ রবি কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে। এখানে উল্লেখ্য যে, প্রতিটি জেলা পর্যায়ে রবি তাদের কাস্টমার কেয়ার রেখেছে। তবে এই ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি ভুল করে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রাম্য রবি সিম বিক্রি করা দোকানে গিয়ে আমরা রবি সিমের মালিকানা পরিবর্তন করতে চাই। এটা হলো একদম ভুল একটি পদ্ধতি। সিমের মালিকানা পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে তাদের কেয়ার সেন্টারে যেতে হবেই।

কিভাবে আমরা রবি সিমের মালিকানা পরিবর্তন করতে পারি, এই ব্যাপারে আশা করি আমাদের মাঝে আর কোনো রকম দ্ধিধা নেই। তারপরও যদি আপনার এই বিষয়ে কোনো রকম সমস্যা বা কোয়েরি থাকে, তাহলে কোনো রকম সংকোচ ছাড়াই নিম্নে দূরভাষ এর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যত দ্রুত সম্ভব, কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

Leave a Comment