আমাদের হাতের পাঁচ আঙ্গুলের নাম জানতে ইন্টারনেটে বেশ কিছু ওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে থাকে। এর মধ্যে অনেকেই ”finger name bangla”, “finger names in Bengali” অথবা “hand fingers name” সহ আরো অনেক ওয়ার্ড বা কিওয়ার্ড দিয়েই সার্চ দিয়ে থাকি। যাইহোক, সবগুলো কিওয়ার্ড একই অর্থ বহন করে। যে বিধায় নিম্নে আমি আমাদের হাতের পাঁচ আঙ্গুলের নাম বাংলা সহ ইংলিশ ও বাংলিশে তুলে ধরেছি। আশা করি, খুব সহজেই হাতের আঙ্গুলের নামগুলো জানতে পারবেন বাংলায় (finger name in Bengali)।
5 fingers name in Bengali
স্বাভাবিক বডি তথা দেহে দুই হাত ও দুই পা’য়ে পাঁচটি করে যথাক্রমে মোট বিঁশটি আঙ্গুল থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেকের বাইশটি আঙ্গুলও থাকে। তবে সেটা হলো খুবই নগন্য এবং অস্বাভাবিক। যাইহোক, যেহেতু আজকের আর্টিকেলটিই হলো আমাদের হাতের পাঁচ আঙ্গুলের নামগুলো নিয়ে, তাই চলুন এই সম্পর্কে জেনে নিই।
In Bengali, the names of the five fingers are as follows:
- বৃদ্ধাঙ্গুলি (Briddaongli) = Thumb
- তর্জনী (Torjoni) = Index Finger
- মধ্যমা (Moddoma) = Middle Finger
- অনামিকা (Onamika) = Ring Finger
- কনিষ্ঠা (Konistha) = Pinky/Little Finger
The human hand has five fingers: the thumb (বৃদ্ধাঙ্গুলি), index finger (তর্জনী), middle finger (মধ্যমা), ring finger (অনামিকা), and little finger (কনিষ্ঠা).These fingers play various roles in tasks such as gripping, pointing and grasping, and each has its own unique function and name in Banglai.
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।