F অক্ষর দিয়ে হাত কাটা পিক দেখতে চেয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করে থাকেন। আর তাদের জন্যই মূলত আজকের এই আর্টিকেল। আজকের আর্টিকেলে আমরা ইংরেজী বিভিন্ন ধরনের বর্ণ দিয়ে হাত কাটা সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি আরো দেখবো কিছু পিকচার। মূলত এগুলোই হলো আপনাদের কাঙ্খিত বিষয়। যাইহোক, আলোচনা বিলম্ব না করে চলুন দেখে নিই f দিয়ে হাত কাটা কিছু ছবি।
F দিয়ে হাত কাটা ছবি
মানুষ হিসেবে আমাদের চাহিদার কোনো শেষ নেই। মানুষ ভেদে আমাদের নানা রকম চাহিদা থাকে। এর মধ্যে কিছু সংখ্যক আমাদের চাহিদা হলো F অক্ষর দিয়ে হাত কাটা পিক দেখতে চাওয়া। যাইহোক, চলুন কিছু ছবি দেখে নিই-
উপরের উল্লেখিত সবগুলো ছবিই হলো F অক্ষর দিয়ে। এখন আপনারা যারা যারা উক্ত বর্ণ দিয়ে হাত কাটা ছবি দেখতে চেয়েছেন, তাদের জন্য উপরের ছবিগুলো বেশ কার্যকারী হবে। যাইহোক, নিম্নে এই নিয়ে আমি বিস্তারিত বলেছি। আশা করি নিম্নোক্ত লেখাটি পড়ে এই সম্পর্কে ডিটেইলস একটি ধারণা পাবেন।
F অক্ষর দিয়ে হাত কাটা নিয়ে কিছু কথা
আমি এখন যে কথাগুলো বলবো, সেগুলো শুধু F অক্ষরের ক্ষেত্রেই প্রযোজ্য তাই নয়। বরং সার্বিক ক্ষেত্রেই প্রযোজ্য। দেখুন, মহান আল্লাহ তা’আলা আমাদেরকে উক্ত শরীরটি দিয়েছেন জাস্ট উপহার বা গিপ্ট হিসেবে। ধরে নিন সেটা হলো আমাদের কাছে তাঁর আমানত। এখন আমাদের কি উচিত নয় যে, সেই আমানতটাকে সঠিক ভাবে রক্ষা করা? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কেন আমরা আমাদের নিজেদেরকে কষ্টে দেওয়ার মাধ্যমে মহান আল্লাহর সেই আমানতের খিয়ানত করা? আর আল্লাহর আমানতকে যদি আমরা খিয়ানত করি, তাহলে পরোকালে এর শাস্তি কি ধরনের হতে পারে আপনি কি তা কল্পনা করতে পারেন? সুতরাং এখানে আমার পরামর্শ হলো কোনো অক্ষর দিয়েই হাত কাটা হতে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। হোক সেটা এফ- F অক্ষর দিয়ে বা ইংরেজী/বাংলা যেকোনো অক্ষর দিয়েই।
যাইহোক, সর্বপরি বলতে চাই যে, আমাদেরকে ধর্মীয় দিক সহ সামাজিক দিক বিবেচনা করেই F দিয়ে হাত কাটার সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় সামজিক ভাবে হেনস্তার পাশাপাশি ধর্মীয়ভাবেও আখেরাতে শাস্তি ভোগ করতে হবে। অতএব, আলোচনা শেষে আশা করি আপনি বোঝতে সক্ষম হয়েছেন যে, F অক্ষর দিয়ে এখন আপনি হাত কাটবে কি-না সে সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।