৫০০ টাকার মধ্যে পাওয়ার ব্যাংক

৫০০ টাকার মধ্যে পাওয়ার ব্যাংক

আমাদের যাদের বাজেট কম, তাদের জন্য ৫০০ টাকার মধ্যে পাওয়ার ব্যাংকগুলো সোনার হরিণের ন্যায়। কি, আমি কি ভুল বললাম? ২০২৩ সালের প্রথম হতে যেভাবে নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, সেখানে ভালো ও টেকসই এর মধ্যে পাওয়ার ব্যাংক পাওয়া খুবই দুর্লভ একটি অবস্থা। তাও বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ, ৫০০ টাকার মধ্যে তথা কম দামে পাওয়ার ব্যাংক

তবে আশার দিক হলো- অবশ্যই ৫০০ টাকার মধ্যে ভালো পাওয়ার ব্যাংক পাওয়া সম্ভব। তবে এখানে আপনাকে এলোমেলোভাবে যেকোনো একটি পাওয়ার ব্যাংক পছন্দ করলেই হবে না। তাহলে প্রতারণার সম্ভাবণা বেশি থাকে।

আপনি বাজারের দোকানগুলোতে গেলে দেখবেন ২০০ টাকার মধ্যে পাওয়ার ব্যাংক দিয়ে দিচ্ছে। আপনি যদি পাওয়ার ব্যাংক সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন, তাহলে বোঝতে পারবেন যে, কোনো ভাবেই ২০০ বা ৩০০ টাকার মধ্যে একটি ভালো পাওয়ার ব্যাংক দেওয়া সম্ভব না। কেননা, বাংলাদেশে একদম Raw থেকে কোনো পাওয়ার ব্যাংক তৈরি হয় না। বেশিরভাগ ক্ষেত্রে চায়না কিংবা অন্যান্য দেশ থেকে পাওয়ার ব্যাংকগুলো আমদানি করে থাকে। না হয়, ঐসব দেশ থেকে পাওয়ার ব্যাংক এর সার্কিট সহ অন্যান্য মেটারিয়ালসগুলো নিয়ে এসে বাংলাদেশে অ্যাসেম্বল করে। ভালো সার্কিট ও ব্যাটারি উপর ভিত্তি করে কোনো ভাবেই সম্ভব নয়  যে ৩০০ বা ৪০০ টাকার মধ্যে ভালো একটি পাওয়ার দেওয়া। যদি তা প্রোভাইড করে, তাহলে ১০০% ধরে নিবেন, আপনি ফ্রডের শিকার হচ্ছেন।

যাইহোক, বাজেট ফ্রেন্ডলি পাওয়ার ব্যাংক নিয়ে ব্যাপক আলোচনা করেছি। এখন চলুন, কোন কোন পাওয়ার ব্যাংকগুলো আমরা ৫০০ টাকা দিয়ে ক্রয় করতে পারি, সে সম্পর্কে ডিটেইলস জানা যাক।

৫০০ টাকার মধ্যে সেরা ৪টি পাওয়ার ব্যাংক

৫০০ টাকার মধ্যে সেরা ৪টি পাওয়ার ব্যাংক

আলোচনার শুরুতে বা প্রোডাক্টগুলো সাথে পরিচয় করিয়ে দেওয়া পূর্বে আমি আপনাদেরকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে, ৫০০ টাকার মধ্যে আপনি দারাজ কিংবা অন্যান্য ই-কমার্স সাইটগুলোতে অনেক পাওয়ার ব্যাংক পাবেন। তবে কার্যকারীতার দিক থেকে কোনটি ভালো, সেটা আপনি  পরীক্ষা বা ব্যবহার করা ছাড়া বোঝতে পারবেন না। ব্যক্তিগতভাবে আমি একজন ইলেকট্রনিক গ্যাজেট প্রেমী মানুষ। আর আমার আন্ডারে বর্তমানে অনেকগুলো অনেক ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক রয়েছে। সেই প্রেক্ষিতে মোটামোটিভাবে বলতে পারি যে, কোন পাওয়ার ব্যাংকগুলো ৫০০ টাকার আশেপাশে বাজেটের জন্য ভালো হবে। যাইহোক, নিম্নে আমি ৪টি পাওয়ার ব্যাংক কে লিস্টে এড দিয়েছি। অর্থাৎ, আমি যে পাওয়ার ব্যাংকগুলোকে আমার আজকের আর্টিকেলে জায়গা দিয়েছি, মোটামোটি সেগুলো বাজেটের উপর নির্ভর করে অনেক ভালো এবং আপনাদের ভালো এক্সপেরিয়েন্স হবে। আলোচনা বিলম্ব না করে চলুন ৫০০ টাকার মধ্যে ভালো কিছু পাওয়ার ব্যাংক সম্পর্কে জেনে নিই-

Ultra Thin Portable Power Bank 2000mAh

ব্যক্তিগতভাবে ”Ultra Thin Portable Power Bank 2000mAh” পাওয়ার ব্যাংকটি আমি নিজে অনেকদিন ধরে ব্যবহার করেছি। একদম চূড়ান্ত পর্যায়ের ভালো বলবো না, তবে দৈনন্দিন সাধারণ ব্যবহারের জন্য একদম পারপেক্ট।

এটিকে ফুল চার্জ দিয়ে আমি আমার স্যামস্যাং জে সেভেন প্রাইম মোবাইলটিকে সর্বোচ্চ ২বার ফুল চার্জ করতে সক্ষম হয়েছি। তবে দামের তুলনায় এটি অবশ্যই অনেক ভালো। বর্তমানে এটি বাজার মূল্য ৪০০ টাকার আশেপাশেই। এখন চলুন এই পাওয়ার ব্যাংক এর ডিটেইলস জেনে নিই-

  • Design: Portable frame with micro USB
  • Purpose: Suitable for mobile charging
  • Capacity: 2,000mAh
  • Input: 5V, 1A
  • Output: Maximum 2A
  • Case Material: Metal
  • Features: LED Indicator present

2000mAh Power Bank 2 Portable Charger Slim

৫০০ টাকার মধ্যে সেরা পাওয়ার ব্যাংক এর তালিকায় ২য় স্থানে জায়গা দিয়েছি “2000mAh Power Bank 2 Portable Charger Slim” পাওয়ার ব্যাংকটিকে। কেন? এর অনেক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো- এটি ব্যবহার করে আমি বেশ মজা পেয়েছি। যদিও এটি আপনাদের নিকট তেমন ভরসাপূর্ণ্য তথ্য নয়, সেটা আমি জানি। চলুন তাহলে জেনে নিই এটি ব্যবহার করে আমি কি কি সুবিধা পেয়েছি, সে সম্পর্কে।

এটির মার্কেট প্রাইজ সাধারণত ৪৫০ টাকা হতে ৫০০ টাকার মধ্যে। আর ২ হাজার এমএএইচ ব্যাটারির ব্যাকআপ পাওয়ার এক কথায় অসাধারণ। অনায়াসে যেকোনো অ্যান্ড্রয়েড ফোন ২-৩ বার চার্জ দিতে পারবেন। এছাড়াও সাইজ এবং আকারে স্লিম হওয়ায় যেকোনো জায়গায় আপনি পকেটে করেই নিয়ে যেতে পারবেন। ভালোভাবে ব্যবহার করতে পারলে এটি আপনার কাছে অনেক দিন স্থায়ী হবে বলে আমি মনে করি। আসুন, এর কিছু ফিচার সম্পর্কে জেনে নিই-

  • Manufacturer Number: 2724681498540
  • Color: Silver Type: Wireless Power Bank
  • Compatible with: Mobile Phones
  • Number of Charging Ports: 2
  • Model Number: 1285
  • Capacity: 4001-5000mAh
  • External Product ID Type: Not Available
  • External Product ID: 1285

PZX C146 Smart Power 10400mAh USB Power Bank

আমার লিস্টের তৃতীয় স্থানে রয়েছে “PZX C146 Smart Power 10400mAh USB Power Bank” পাওয়ার ব্যাংকটি। এটা অবশ্য বাজেটের দিক দিয়ে তৃতীয় স্থানে নিয়েছি। কিন্তু কোয়ালিটি এবং ব্যাটারির ব্যাকআপের দিক দিয়ে কনসিডার করলে এটি প্রথম স্থানেই থাকতো। যাইহাক, এটি বর্তমানে আপনারা ৫৫০-৬০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

যদি প্রশ্ন করেন যে, এটির কোয়ালিটি কেমন? তাহলে বলবো, এক কথায় অসাধারণ। আসলে দাম অনুযায়ী এর কোয়ালিটির কোনো তুলনা হয় না। ১০৪০০ এমএএইচ ব্যাটারির অসাধারণ একটি পাওয়ার ব্যাংক এটি। সেই সাথে ৫০০ টাকার মধ্যেই। একবার ফুল চার্জে যেকোনো মোবাইল/স্মার্টফোনকে অনায়াসে ৪-৫ বার অথবা এর বেশিও চার্জ দিতে পারবেন। আবার পকেটে নিয়েও ঘুরতে পারবেন। একটু ভাবুন তো, পকেটে নিয়ে আপনি কত পাওয়ার ইলেকট্রসিটি নিয়ে ঘুরছেন? যাইহোক, এর আরো অনেকগুলো ফিচার রয়েছে। চলুন, সেগুলো জেনে নিই-

  • Model Number : C146
  • Brand : PZX
  • Number of Charging Ports : 1
  • Compatible Devices : Mobile Phones
  • Capacity : 10001-15000mAh
  • Type : Wired Power Bank
  • Color : White Original

REMAX – remax【RPP-295】POWER BANK

৫০০ টাকা বাজেটের সর্বশেষ সাজেস্টকৃত পাওয়ার ব্যাংকটি হলো “REMAX – remax【RPP-295】POWER BANK” এই পাওয়ার ব্যাংকটিকে সাজেস্ট করার অনেক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো এটি ব্যাটারি ব্যাকআপ পাওয়ার। আবার অন্যদিকে এটি হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সেল হওয়া একটি পাওয়ার ব্যাংক। ‍১০০০ এমএএইচ সম্পর্ণ এই পাওয়ার ব্যাংকটিকে একবার ফুল চার্জ করতে পারলে আপনি অনায়াসে যেকোনো মোবাইলফোনকে ৪-৫ বার ফুল চার্জ করতে পারবেন। তবে এটাই এর মূল ফিচার নয়। এটার টেকসই এবং ব্যাটারির ক্ষমতা বাজেট অনুযায়ী এক কথায় অসাধারণ। জাস্ট আপনি ক্রয় করে কয়েকদিন ব্যবহার করলেই বোঝতে পারবেন। যাইহোক, এখন চলুন জেনে নিই এই পাওয়ার ব্যাংকটির মেইন ফিচার সমূহ-

  • Product model:remax RPP-295
  • Colour:BLACK
  • Battery capacity:10000mAh
  • Charging frequency: 2-3times (different devices can charge different times, data is for reference only)
  • Weight:225g
  • Size:138x68x15.5mm
  • Features: High power and fast charging. Supports simultaneous charging of 3 devices. The mini size occupies a small space. A must-have for traveling with a plane

উপরে আমি যে ৪টি পাওয়ার ব্যাংক উল্লেখ করেছি এবং আলোচনা করেছি, সবগুলো পাওয়ার ব্যাংক মোটমোটি ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। অথবা ৫০০ টাকার একটু কিংবা বেশি হতে পারে। হযবরল অনেক পাওয়ার ব্যাংক তুলে ধরতে পারতাম, কিন্তু বেচে বেচে জাস্ট ৪টা পাওয়ার ব্যাংককেই আমি আপনাদের সামনে হাইলাইট করেছি। আপনি যদি সত্যিকার অর্থেই ৫০০ টাকা মধ্যে ভালো একটি পাওয়ার ব্যাংক ক্রয় করতে চান, তাহলে আমার দেওয়া সাজেশনের পাওয়ার ব্যাংকগুলো থেকে যেকোনো একটি পছন্দ করতে পরেন কোনো রকম দ্বিধা-দন্ধ ছাড়াই।

৫০০ টাকার মধ্যে কিভাবে পাওয়ার ব্যাংক পছন্দ করবেন?

৫০০ টাকার মধ্যে কিভাবে পাওয়ার ব্যাংক পছন্দ করবেন

দেখুন, এটা শুধু ৫০০ টাকার ক্ষেত্রেই না, বরং পাওয়ার ব্যাংক ক্রয় করার সর্বক্ষেত্রেই আপনাকে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন-

  • ব্যাটারির দিকটি লক্ষ্য রাখবেন। ব্যাটারির কোয়ালিটি এবং মেটারিয়াল ইত্যাদি সম্পর্কে জেনে নিবেন।
  • পাওয়ার ব্যাংকটির ওজন
  • পাওয়ার ব্যাংকটির সার্কিট সহ দাম ইত্যাদি সম্পর্কে পূর্ব থেকে জেনে নিবেন।

এই বিষয়গুলো লক্ষ্য রেখে যে কেউ ৫০০ টাকার মধ্যে ভালো ও কোয়ালিটিফুল পাওয়ার ব্যাংক কিনতে সক্ষম হবে। জাস্ট উল্লেখিত বিষয়গুলো নজরে রাখবেন।

৫০০ টাকার পাওয়ার ব্যাংক নিয়ে শেষ কথা

৫০০ টাকার মধ্যে পাওয়ার ব্যাংক নিয়ে যত তথ্য দেওয়ার সবগুলোই ইতিমধ্যে দেওয়া হয়েছে। আশা করি আমার দেওয়া তথ্যগুলো হতে আপনারা চমৎকারভাবে উপকৃত হতে পারবেন। তারপরও যদি উপরোক্ত তথ্যগুলো হতে কোনটি আপনাদের বোঝতে অসুবিধা হয়, তাহলে দয়া করে নিম্নে কমেন্ট করুন। খুব দ্রুত আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেস্টা করবো।

পরিশেষ একটি কথা বলতে চাই যে, আপনারা ভালো ও উন্নতমানের টেকসই পাওয়ার ব্যাংক ক্রয় করতে হলে আপনাদের বাজেট কিছুটা অবশ্যই বাড়াতে হবে। অন্যথায় এই বাজেটের মধ্যে ভালো ও টেকসই পাওয়ার ব্যাংক পাওয়া সম্ভব নয়। তারপরও আপনাদের স্বার্থে অনেক রিসার্চ করে ৫০০ টাকার মধ্যে ভালো ও টেকসই সম্পূর্ণ ৪টি পাওয়ার ব্যাংক তুলে ধরেছি। এখানে হতে আপনাদের যেটি ভালো মনে হয়, সেটি ক্রয় করে নিতে পারেন। আজকে আর নয়। ধন্যবাদ সাথে থাকার জন্য।

Leave a Comment