২৪ টাকায় ৪০ মিনিট । জিপি মিনিট অফার

২৪ টাকায় ৪০ মিনিট

২৪ টাকায় ৪০ মিনিট! জিপির এই মিনিট অফারটা প্রায় অবাক করার মতোই। তবে হ্যা, গ্রামীণফোন ব্যবহারকারী সকলেই এই অফারটি উপভোগ করতে পারে। গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের গ্রাহকের দিক বিবেচনা করে প্রতিনিয়ত নানা ধরনের অফার নিয়ে আছে। সেটি হতে পারে মিনিট অফার, ডাটা বা ইন্টারনেট অফার, মেসেজ অফার কিংবা বান্ডেল অফার। তবে যাইহোক, উক্ত সবগুলো অফারই গ্রাহকদের সুবিধার দিকটি বিবেচনা করেই প্রোভাইড করে থাকে।

কিভাবে জিপি ২৪ টাকায় ৪০ মিনিট পেতে পারি?

আপনাদের মনে হয়তো এখন একটি প্রশ্ন উকি দিচ্ছে, আর সেটি হলো কিভাবে আমরা উল্লেখিত জিপি মিনিট অফার টি নিতে পারি? মূলত দুইটি উপায়ে আমরা উক্ত জিপি মিনিট অফারটি নিতে পারি। একটি হলো কোড ডায়ালের মাধ্যমে এবং অন্যটি হলো সরসরি রিচার্জ করার মাধ্যমে। এই দুই উপায়ের যেকোনো একটি উপায় অবলম্বণ করে মূহর্তেই ৪০ মিনিট পেতে পারি। পর্যায়ক্রমে এখন আমরা দুই পদ্ধতি সম্পর্কেই জেনে নিবো-

কোড ডায়াল: যদি আপনি রিচার্জ না করে কোড ডায়াল করার মাধ্যমে অফারটি নিতে চান, তাহলে প্রথমে আপনি আপনার মোবাইলের জিপি সিমে ২৪ টাকা বা তার বেশি টাকা রিচার্জ করে নিন। এরপর আপনার মোবাইলের ডায়াল অপশানে চলে যান। এবার সেখানে টাইপ করুন *১১০০*৩#। কোডটি ডায়াল করার কিছু সময় পর স্বয়ংক্রিয় ভাবে এই মিনিট অফারটি আপনার সিমে চালু হয়ে যাবে। এই পদ্ধতি অবলম্বণ করে যেকেউ জিপি ইউজার ২৪ টাকায় ৪০ মিনিট অফারটি উপভোগ করতে পারে।

রিচার্জ: আচ্ছা, কোড ডায়ালের উপায় সম্পর্কে তো জানা হলো, এবার চলুন সরাসরি মোবাইল রিচার্জ করার মাধ্যমে কিভাবে আমরা ২৪ টাকায় ৪০ মিনিট পাবো, সে সম্পর্কে জানা যাক। এই ক্ষেত্রে আমাদেরকে কোনো কিছুই করতে হবে না। জাস্ট মোবাইল রিচার্জ করে এমন দোকানে বা আপনার মোবাইল ব্যাংকিং থেকেও সরাসরি মোবাইলে রিচার্জ করতে পারেন। যদি আপনি বরাবর ২৪ টাকাই আপনার জিপি সিমে রিচার্জ করেন, তাহলে কয়েক মিনিট এর মধ্যেই ৪০ মিনিট পেয়ে যাবেন।

২৪ টাকায় ৪০ মিনিট অফারটি কি সবার জন্য প্রযোজ্য?

হ্যা, গ্রামীণফোনের এই অফারটি মূলত সবার জন্যই প্রযোজ্য। বিশেষ করে গ্রামীণফোনের সম্মানিত সকল গ্রাহক উক্ত মিনিট অফারটি উপভোগ করতে পারে।

দিকনির্দেশনা:

  • এই মিনিট অফারটি সব সময় সকল জিপি গ্রাহক নিতে পারবে।
  • দিন-রাত ২৪ ঘন্টা উক্ত অফারের মিনিট ব্যবহার করা যাবে।
  • উক্ত অফারের মেয়াদকাল হলো ৭২ ঘন্টা তথা তিন দিন।
  • চেক করতে ডায়াল করুন ১২৪১০০#

আচ্ছা যাইহোক, আপনি যদি এখন এই মিনিট অফারটি নিতে না চান কিংবা অন্য আরো জিপি মিনিট অফার খুঁজে থাকেন, তাহলে আপনি অনুগ্রহ করে ডায়াল করুন *১১০০#।

নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে দূরভাষ এর সাথে থুকন।

Leave a Comment