১০ টাকায় ৪০ মিনিট জিপি

১০ টাকায় ৪০ মিনিট জিপি

১০ টাকায় ৪০ মিনিট জিপি অফার কি পাওয়া আধোও সম্ভব? মূলত জিপির এই ১০ টাকায় ৪০ মিনিট এর অফারটি ছিল ২০১২ সালের দিকে। তবে বর্তমান ২০২৩-২৪ সালে মিনিট অফারের কিছুটা ভিন্নতা হয়েছে। সেটা কেমন? দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে এখন দেশের সকল সিম কোম্পানিই তাদের মিনিট, ডাটা সহ এসএমএস অফারে ভিন্নতা এনেছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণফোনও সেই ২০১২ সালের মিনিট অফারটি পরিবর্তন করেছে।

যাইহোক, আপনি এখনো জিপির ৪০ মিনিট অফারটি নিতে পারেন। কিভাবে? এই ক্ষেত্রে আপনি দুইভাবে নিতে পারেন।

  • কোড ডায়ালের মাধ্যমে
  • এবং রিচার্জ করার মাধ্যমে

যাইহোক, আমরা আজকে জিপি ৪০ মিনিট কিভাবে পেতে পারি, কত টাকায় এবং এর স্থায়ীত্ব কত দিন, এই সম্পর্কিত সকল তথ্য জানার চেষ্টা করবো।

জিপি ৪০ মিনিট অফার নেওয়ার উপায়

উপরে যে দু’টি পদ্ধতি কথা উল্লেখ করা আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম উপায় হলো কোড ডায়ালের মাধ্যমে অফারটি উপভোগ করা। আপনি যদি জিপির অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং তাদের মিনিট অফারগুলো দেখেন, সেখানে জিপির ৪০ মিনিট এর অফারটিও দেওয়া আছে। যাইহোক, জিপির ৪০ মিনিট অফারটি পেতে হলে প্রথমে আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ বা সমপরিমাণ টাকা রিচার্জ করে রাখতে হবে। এরপর আপনার মোবাইলের ডায়াল অপশানে গিয়ে টাইপ করতে হবে *121*4002#

উক্ত কোডটি ডায়ালের সাথে সাথেই আপনি পেয়ে যাবেন ৪০ মিনিট। এখন এই ৪০ মিনিট পেতে কত টাকা লাগবে? কত দিন এর মেয়াদ থাকবে?

মূলত বর্তমানে জিপি ৪০ মিনিট অফারটি পেতে সর্বমোট ২৪ টাকা খরচ হবে। এবং এর স্থায়ীত্বকাল বা মেয়াদ হলো ২৪ ঘন্টা বা একদিন। এই সময়ের মধ্যে যদি কোনো জিপি গ্রাহক ৪০ মিনিট ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে তার মূল একাউন্ট হতে অবশিষ্ট মিনিট অটোমেটিক্যালি চলে যাবে।

আশা করি, জিপি ১০ টাকায় ৪০ মিনিট এর অফার নিয়ে আপনাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন নেই। যদি জিপির মিনিট অফার নিয়ে আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে কোনো রকম দ্ধিধা বা সংকোচ ছাড়াই Durvash এর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment