অনেকেই হাত কাটা পিক S দিয়ে দেখার জন্য অনলাইনে গুগল সার্চ দিয়ে থাকি। কিন্তু পর্যাপ্ত তথ্য না থাকায় বা ছবি না থাকায় S অক্ষর দিয়ে হাত কাটা পিক দেখতে বরাবর ব্যর্থ হই। আর তারই ধারাবাহিকতায় আজকের আর্টিকেলে আমরা বেশ কিছু পিকচার দেখবো, যেগুলো মূলত ইংরেজি বর্ণ S দিয়েই।
এখানে লক্ষ্যণীয় বিষয় হলো যে, আপনি যে কোনো অক্ষর দিয়েই হাত কাটেন না কেন, সেটা আপনার মর্জির উপর ডিপেন্ড করে। তবে সবগুলো কাজ আপনার স্ব-দায়িত্বেই আছে। মূলত পাঠকদের চাহিদার উপর ডিপেন্ড করেই আমরা আর্টিকেলগুলো দিচ্ছি। পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো ভাবেই আমরা কাউকে হাত কাটার জন্য উৎসাহিত করছি না। যে বিধায় নিম্নে আমি আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা উপস্থাপন করেছি। আপনারা চাইলেই সেগুলো পড়তে পারেন।
যাইহোক, আলোচনা বিলম্ব না করে চলুন কতগুলো হাত কাটা পিক S অক্ষর দিয়ে দেখে নিই।
S অক্ষর দিয়ে হাত কাটা পিক
দেখুন আমরা মানুষেরা একেক সময় একেক আকাঙ্খা প্রকাশ করি। আর সেটা পূরণের জন্য যা করা দরকার, তাই করি। এর মধ্যে কিছু কিছু আকাঙ্খা থাকে বেশ ভীতিকর। যেমন হাত কাটা, তাও আবার নির্দিষ্টভাবে ইংরেজি বর্ণ S অক্ষর দিয়ে। যাইহোক, আপনার আকাঙ্খার উপর ভিত্তি করে নিম্নে আমি দিয়েছি হাত কাটা পিক S এর অনেকগুলো ছবি। চলুন দেখে নিই সেগুলো-
উপরে আমি কয়েকটি হাত কাটা পিক S দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের আকাঙ্খা কিছুটা হলেও পূর্ণ হয়েছে। তারপরও যদি এই নিয়ে কোনো ধরণের প্রশ্ন থাকে, তাহলে দয়া করে দূরভাষ এর সাথে যোগাযোগ করুন।
হাত কাটা পিক S নিয়ে শেষ কথা
পূর্বের আর্টিকেলগুলোতেও আমি একই কথা প্রকাশ করে গেছি যে, আল্লাহ প্রদত্ত আমাদের এই দেহকে কষ্টের মধ্যে রাখা মোটেও উচিত নয়। তবে আমরা বেশিরভাগই না বুঝে আল্লাহ তা’আলার এই আমানত কে খিয়ানতে পরিণত করি। এটা জানা উচিত যে, দেহ কেটে আমরা যাই করি না কেন, এতে কোনো রকম কল্যাণ নেই। হয়তো সাময়িক কষ্ট কিছুটা লাঘব করতে আমরা সমাজ দ্বারা প্রভাবিত হয়ে হাত-পা কেটে থাকি। তবে সেটা পরোক্ষণে আমাদের প্রতি বিরূপ প্রভাব বিস্তার লাভ করে। তাই, আপনি যে বর্ণ দিয়েই হাত কাটেন না কেন, হোক সেটা হাত কাটা পিক S দিয়ে বা অন্য কোনো বর্ণ ব্যবহার করে, সেটা থেকে বিরত থাকাই ভালো এবং কল্যাণকর। আজ আর নয়। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।