সায়েদাবাদ আবাসিক হোটেল ভাড়া নিয়ে অনেকে সংকোচবোধ করে যে, ভাড়া কি বেশি নাকি কম। যাইহোক, আপনাদের সকল ধরনের কনফিউশন আজকের আর্টিকেলের মাধ্যমে শেষ হয়ে যাবে। আজকের আর্টিকেলে আমরা ঢাকা সায়েদাবাদে থাকা সকল আবাসিক হোটেল এর তালিকা সহ এদের ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া আলোচনা করেছি, সায়েদাবাদ সহ পৃথিবীর যেকোনো জায়গায় গিয়ে আবাসিক হোটেল ভাড়ার ক্ষেত্রে একজন ব্যক্তিকে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত সহ ইত্যাদি।
বিস্তারিত জানুন: গুলিস্তান আবাসিক হোটেল ভাড়া এবং ঢাকা ফার্মগেট আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত।
দৈনন্দিন নানা প্রয়োজনে আমরা দেশের বিভিন্ন প্রান্ত হতে ঢাকা সায়েদাবাদ এসে থাকি। আর প্রয়োজনবোধে থাকারও প্রয়োজন হয়। তবে সমস্যা উঠে তখন, যখন আমরা ভালো ও সেইফ একটি আবাসিক হোটেল এর সন্ধান করি। কিভাবে বোঝবো কোন আবাসিক হোটেলটি ভালো কিংবা আমার আশেপাশে কোন হোটেলটি রয়েছে? এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা বেশ কিছু আবাসিক হোটেল এর ঠিকানা জেনে নিবো। ঠিক এরপরই আমরা হোটেল ভাড়া করার ক্ষেত্রে আমাদের বিবেচ্য বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন, মূল আলোচনায় প্রবেশ করা যাক।
সায়েদাবাদ আবাসিক হোটেলের লিস্ট
এই পর্বে আমরা ঢাকা সয়েদাবাদে থাকা আবাসিক হোটেলগুলোর একটি তালিকা দেখবো, যেখানে আমরা গুগল ম্যাপ এর ভিত্তি করে সবগুলো হোটেল লিস্ট করেছি। তবে অন্য সকল আবাসিক হোটেলের তুলনায় এগুলো বেশ মান সম্মত এবং গুণগত মান খুব ভালো। সায়েদাবাদে অবস্থিত আবাসিক হোটেলগুলো হলো-
সায়েদাবাদ আবাসিক হোটেল | ঠিকানা/মোবাইল নাম্বার |
Hotel Mehran (Residential) | Address: 47/1, Bus Terminal, Koratitola, Saydabad, Dhaka 1100 Mobile: 01720347446 |
systemadminbd | Address: 2nd Floor, Saidabad Bus Stand Rd, Dhaka Mobile: 01972910927 |
হোটেল তিতাস আবাসিক | Address: PC7H+G9M, Dhaka Mobile: 01974570340 |
Hotel Sunmoon Abasik | Address: 43/33, Adjacent Sayedabad Rail Line, Samibag, Dhaka 1203 Mobile: |
Hotel Chayaneer | Address: 43/33-A, Swamibagh, Sayedabad Bus Terminal, Dhaka 1100 Mobile: 01934972346 |
উপরে যে আবাসিক হোটেলের লিস্টটি দিয়েছি, সবগুলো আবাসিক হোটেলই ঢাকা সায়েদাবাদের আশেপাশেই রয়েছে। সুতরাং, আপনারা যারা যারা সায়েদাবাদ আবাসিক হোটেল লিখে ইন্টারনেটে তথা গুগলে সার্চ করেছেন, তারা উপরোক্ত হোটেলগুলোতে কন্টাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারেন। তারপরও আপনারা নিজ দায়িত্বে এই সকল হোটেলগুলোতে উঠতে পারেন। কেননা, আমরা জাস্ট গগুল ম্যাপ থেকে এই লিস্টটা তৈরি করেছি। এখন চলুন জেনে নিই একটি আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে কোন কোন দিক আমাদের বিবেচনা করতে হবে, সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
সায়েদাবাদ আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে নির্দেশনা
এখন আমি যে দিক নির্দেশনাগুলো আপনাকে দিবো, সেটি শুধু মাত্র সায়েদাবাদ আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রেই নয়, বরং পৃথিবীর যেখানেই আপনি হোটেল ভাড়া করবেন, সেখানেই মান্য করার চেষ্টা করবেন। এতে করে আপনি নানা রকম অবাঞ্চিত ঝামেলা থেকে সহজেই রেহাই পেয়ে যাবেন। অথবা এসব ঝামেলায় পড়তেই হবে না। তাহলে কি সেই দিক নির্দেশনা?
প্রথম নির্দেশনা হলো অবশ্যই আপনাকে ভালো একটি আবাসিক হোটলে উঠতে হবে। অথবা বাচাই করতে হবে। কিন্তু কিভাবে আপনি এই ভালো হোটেল বাঁচাই করবেন? সে জন্য আপনাকে সেই হোটলের আশেপাশে লোকালি সেই হোটেল সম্পর্কে জনসাধারণকে জিজ্ঞাসা করতে হবে। তাদের থেকে আপনি পিউর উত্তর পাবেন। এতে করে আপনি এই আবাসিক হোটলের গত কয়েক মাসে তথা বছরের ইতিহাসও জেনে গেলেন।
এটির পাশাপাশি আপনি সরাসরি সেই হোটলের ক্যাশিয়ারের সাথে কথা বলতে পারেন কিংবা ম্যানেজারের সাথে। সেখানে কি নিয়ে আলোচনা করবেন? অবশ্যই আলোচনাটি হবে হোটেল এর ভাড়া সক্রান্ত বিষয় নিয়ে। হোটলের টোটাল ভাড়া কত? কিংবা ঐ হোটলের খাবার সহ ইত্যাদি সম্পর্কে প্রথমে জেনে নিবেন। এছাড়াও হোটেলের কোনো হিডেন চার্জ আছে কি-না, সে বিষয়েও বিস্তারিত জেনে নিবেন। অন্যথায় আপনাকে বড় ধরনের সমস্যার মুখামুখী হতে হবে।
মোটামোটি উপরোক্ত পয়েন্টগুলো যদি আপনি একটি আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে বিবেচনা করতে পারেন, তাহলে কোনো রকম ঝামেলা পড়া ছাড়াই হোটেল ভাড়া করতে সক্ষম হবেন। আশা করি এই দ্বারা আপনি উপকৃত হতে পেরেছেন।
সায়েদাবাদ আবাসিক হোটেল ভাড়া নিয়ে শেষ কথা
যদিও আর্টিকেলের প্রথমে আমাদের মধ্যে সায়েদাবাদ আবাসিক হোটেল ভাড়া নিয়ে কিছুটা হলেও কনফিউশন ছিল, তবে বর্তমানে আশা করি তা আর নেই। কারণ, একটি আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে বিবেচ্য বিষয় সহ A-Z বিস্তারিত জেনেছি। সুতরাং, এখন আপনাদের মনে সায়েদাবাদ আবাসিক হোটেল ভাড়া নিয়ে আর কোনো রকম প্রশ্ন থাকার কথা না। তারপরও যদি কারো মনে কোনো কনফিউশন থাকে, তাহলে দয়া করে নিম্নে কমেন্ট করে আমাদেরকে জানান দিন। তাহলে যত দ্রুত সম্ভব আপনার সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আজকে আর নয়। এতোক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।