আমরা যারা শাওমি ইউজার/ব্যবহারকারী এবং ঢাকাতে অবস্থান করি, তাদের অধিকাংশই জানি না যে শাওমি সার্ভিস সেন্টার ঢাকার কোন কোন জায়গায় রয়েছে। প্রথম আলোর একটি আর্টিকেলে বলা হয়েছে যে, বর্তমানে বাংলাদেশে শাওমির টোটাল ব্যবহারকারী সংখ্যা পাঁচ লাখেরও বেশি। আর এই সংখ্যাটার অধিকাংশ ব্যক্তিবর্গ ঢাকাতেই অবস্থান করে। ঢাকাতে অবস্থানের পরও আমরা শাওমি ব্যবহারকারীরা জানি না, শাওমির সার্ভিস সেন্টার ঢাকার কোথায় রয়েছে? বস্তুত, ঢাকার মধ্যে শুধু একটি জায়গাতেই শাওমির সার্ভিসিং সেন্টার নয়, বরং ঢাকাতে তাদের অনেকগুলো সেন্টার রয়েছে। এইসব সার্ভিস সেন্টারে একজন শাওমি ইউজার খুব সহজে এবং কোনো রকম হ্যাসেল ছাড়াই তার ফোন অথবা এই ব্র্যান্ডের অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর সার্ভিস নিয়ে নিতে পারে।
আরো পড়ুন: ওয়ালটন সার্ভিস সেন্টার চট্টগ্রাম সম্পর্কে। আশা করি, চট্টগ্রামের পাঠকগণ উপকৃত হবে।
ঢাকার মধ্যে শাওমির কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার
আজকের আর্টিকেলে আমরা ঢাকাকে একটি ডিভিশন বা বিভাগ হিসেবে গণ্য করে শাওমির A-Z সকল স্থানের কাস্টমার কেয়ারের অবস্থান সহ মোবাইর নাম্বারগুলো তুলে ধরার চেষ্টা করবো। ঢাকার মধ্যে থাকা সকল কাস্টমার কেয়ার তথা গাজীপুর, সাভার, মিরপুর, নারায়নগঞ্জ সহ ইত্যাদি স্থানের সার্ভিস সেন্টার তথা কাস্টমার কেয়ারের সকর ডিটেইলস নিম্নে তুলে ধরেছি। চলুন তাহলে জেনে নিই এক এক করে সকল কাস্টমার কেয়ার সম্পর্কে।
শাওমি কাস্টমার কেয়ার গাজীপুর
গাজীপুর হলো ঢাকা বিভাগের একটি জেলা। ১,৭৭০.৫৮ বর্গকি.মি বিশিষ্ট একটি জেলা এটি। এখানের মধ্যে রয়েছে শাওমির অনেক ব্যবহারকারী। শাওমির যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, সবগুলোর কাস্টমার কেয়ারই মোটামোটি ঢাকা গাজীপুর রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো মোবাইলফোনের কাস্টমার কেয়ার। যাইহোক, চলুন চার্ট এর মাধ্যমে জেনে নিই গাজীপুরে থাকা শাওমির কাস্টমার কেয়ারের অবস্থান ও মোবাইল নাম্বারগুলো-
নাম | ঠিকানা | মোবাইল নাম্বার |
Xiaomi Authorised Service Center, Gazipur | Vaowal Point, Gazipur 1700 | 01313-002632 |
শাওমি কাস্টমার কেয়ার সাভার
এই ক্ষেত্রে ঢাকা সাভার কিন্তু জেলা নয়। বরং এটি হলো ঢাকা বিভাগের ঢাকা জেলার একটি উপজেলা মাত্র। তবে এটি যেহেতু মেগাসিটির অন্তর্ভুক্ত, তাই এখানে টেকনোলজি সহ বিভিন্ন ডিভাইস বা গ্যাজেট ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক বেশি থাকবে, এটাই স্বাভাবকি। তবে শাওমিরও ব্যবহারকারী অনেক। যেহেতু ব্যবহারকারী অনেক, তাই সমস্যাও অনেক, এটাই স্বাভাবিক। কিন্তু শাওমির নিজস্ব সার্ভিস সেন্টার বা কাস্টমার কেয়ার রয়েছে প্রায় প্রতিটি উপজেলায়। যেহেতু আমরা লোকেশন জানি না, তাই বিভিন্ন সময় আমাদেরকে নানা রকম হ্যাসলে পড়তে হয়। যাইহোক, শাওমি কাস্টমার কেয়ার সেন্টার সাভার এ কোথায় কোথায় রয়েছে এবং তাদের মোবাইল নাম্বারগুলো নিম্নে চার্টে প্রকাশ করা হলো।
নাম | ঠিকানা | মোবাইল নাম্বার |
Xiaomi Authorized Service Center, Savar | Aricha Hwy, Savar 1340 | 01313-002624 |
শাওমি কাস্টমার কেয়ার মিরপুর
ঢাকা সাভারের ন্যায় ঠিক একইভাবে মিরপুর হলো ঢাকা বিভাগের ঢাকা জেলার একটি উপজেলা মাত্র। তবে এই জায়গাটিতে প্রচুর মানুষের বসবাস। চাকুরি সহ ব্যবসার কাজে দেশের বিভিন্ন স্থানের লোকজনের বসবাস এখানে। আর তারই প্রেক্ষিতে এই জায়াগাতেও শাওমির ব্যবহারকারী প্রচুর। কিন্তু তাদের ব্যবহার করা শাওমির ডিভাইসগুলোকে কাস্টমার কেয়ার সেন্টারে নিতে পারে না জাস্ট কোথায় কাস্টমার সেন্টার রয়েছে, সেটা না জানার কারণে। যাইহোক, মিরপুরে অবস্থানকারী লোকজনদের স্বার্থে নিম্নে আমি একটি চার্ট তুলে ধরেছি, যেখানে শাওমি কাস্টমার কেয়ার মিরপুর এর তাদের অবস্থান তথা লোকেশন সহ মোবাইর নাম্বার তুলে ধরেছি। চলুন তাহলে দেখে নিই শাওমির সার্ভিস সেন্টার মিরপুর এর চার্টটি।
নাম | ঠিকানা | মোবাইল নাম্বার |
Xiaomi Authorised Service Center, Mirpur | Mirpur Rd, Dhaka 1216 | 01708-464135 |
শাওমি কাস্টমার কেয়ার নারায়নগঞ্জ
নারায়গঞ্জ হলো ঢাকা বিভাগের একটি জেলা। বিশাল আয়তনের এলাকাটিতে বসবাস করে অসংখ্য মানুষ। ঠিক তেমনি এখানে শাওমি মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যাও প্রচুর। তবে নারায়নগঞ্জের অনেকেই জানে না যে, তাদের নিকটস্থ শাওমির সার্ভিস সেন্টার কোথায় অবস্থিত। যেহেতু অধিকাংশই জানে না যে, তাদের নিকটস্থ কাস্টমার কেয়ার কোথায়, সেহেতু শাওমির ডিভাইস নষ্ট বা অকেজো হলে তাদেরকে প্রচুর পরিমাণ কষ্ট ভোগতে হয়। আর তাদের দিক বিবেচনা করেই নিম্নে আমি তুলে ধরেছি নারায়নগঞ্জে থাকা শাওমির কাস্টমার কেয়ারের মোবাইল নাম্বার এবং তাদের অবস্থান। যাইহোক, আলোচনা বিলম্ব না করে চলুন দেখে নিই শাওমির কাস্টমার কেয়ারের সকল ডিটেইলস-
নাম | ঠিকানা | মোবাইল নাম্বার |
Xiaomi Authorized Service Center, Narayanganj | 4th Floor, Fazar Ali Trade Center, Shop No: 507, 2 No Rail Gate, Narayanganj 1400 | 01313-002633 |
উপরে অনেকগুলো অ্যাড্রেস দিয়েছি, যেগুলোর মাধ্যমে আপনি লোকেশন অনুযায়ী শাওমির সার্ভিস নিয়ে নিতে পারেন। তবে আপনি যদি এখনো ঢাকার মধ্যে শাওমির সার্ভিস সেন্টার খুঁজে না পান অথবা আমাদের লিস্টে না দেওয়া থাকে, তাহলে দয়া করে আমাদের কমেন্টবক্সে কমেন্ট করুন। খুব দ্রুত আপনার দেওয়া ইনকোয়ারির উপর ডিপেন্ড করে উত্তর দেওয়ার চেষ্টা করবো।
শাওমি সার্ভিস সেন্টার ঢাকা নিয়ে শেষ কথা
শাওমি তাদের কার্যক্রম বাংলাদেশে পুরোদোমে করছে। আর এটাও ঠিক যে, বাংলাদেশে দিন দিন শাওমির ব্যবহারকারী ক্রমশ বাড়ছে। তবে শাওমির অনেকগুলো ডিভাইস রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত এবং জনপ্রিয় হলো শাওমি মোবাইল। প্রায় আশি পারসেন্ট শাওমি ইউজার হলো মোবাইল ব্যবহার করে। তবে এটা কোনো মূল ব্যাপার না। মূল ব্যাপার হলো আমরা সাধারণ মানুষেরা যারা শাওমি মোবাইল বা ডিভাইস ব্যবহার করি, তাদের অধিকাংশই জানি না আমাদের অবস্থানের প্রেক্ষিতে কোথায় শাওমির কেয়ার বা সার্ভিস সেন্টার রয়েছে। যেমনিভাবে ঢাকার লোকজনের অধিকাংশই জানে না যে, শাওমির সার্ভিস সেন্টার কোথায় রয়েছে।
যাইহোক, আপনাদের স্বার্থ রক্ষার্থে আজকের আর্টিকেলে আমি প্রথম হতে লাস্ট অবধি ঢাকার মধ্যে থাকা শাওমির কাস্টমার কেয়ারের সকল তথ্য তুলে ধরেছি। আশা করি উপরোক্ত তথ্যগুলো দ্বারা একজন শাওমি ব্যবহারকারী উপকৃত হতে পারবে। আজকের আর নয়, অন্য একটি আর্টিকেলে আপনাদের সাথে পুনরায় দেখা হবে।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।