মেয়ে ভাড়া করার ওয়েবসাইট – অনলাইনে মেয়ে ভাড়া

মেয়ে ভাড়া করার ওয়েবসাইট

মেয়ে ভাড়া করার ওয়েবসাইট সম্পর্কে জানতে চেয়ে আমাদের নিকট অনেকেই জিজ্ঞাসা করে থাকেন। তাদের জ্ঞাতার্থেই আজকের আর্টিকেলে আমি বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইটের নাম তুলে ধরেছি, যেগুলোতে যেকেউ সহজেই মেয়ে ভাড়া করতে পারে। নাম কি সেই ওয়েবসাইটগুলোর? ধৈর্য ধারণ করুন। নিম্নে আমি মেয়ে ভাড়ার করার ওয়েবসাইটগুলোর নাম উল্লেখের পাশাপাশি সেগুলোর ডিটেইলস আলোচনা করেছি। অর্থাৎ, কিভাবে আপনি সেই সাইটগুলোতে অ্যাক্সেস করতে পারবেন এবং কি কি রিকয়ারমেন্ট আছে ইত্যাদি নিয়ে। যাইহোক, আলোচনা দীর্ঘায়িত না করে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক।

বিশেষ দ্রষ্ট্রব্য: নিজ দায়িত্বে ম্যানশন করা সাইটগুলো ব্যবহার করবেন। স্ক্যামের স্বীকার হলে দূরভাষ কোনোভাবেই দায়ী নয়। অবৈধ কোনো কিছু করা ইসলামে সম্পূর্ণ হারাম।

মেয়ে ভাড়া করার নিয়ম

মেয়ে ভাড়া করার নিয়ম

দেখুন মেয়ে ভাড়ার করার নিয়ম বলতে এখানে আমি দু’টি দিককেই ইন্ডিকেট করেছি। একটি হলো অনলাইনে মেয়ে ভাড়া আর আরেকটি হলো অফ-লাইনে মেয়ে ভাড়া অর্থাৎ ফিজিক্যালি। যাইহোক, আজকের আর্টিকেলে আমাদের মূল ফোকাসের বিষয় হলো অনলাইনে কিভাবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা মেয়ে ভাড়া করতে পারি, সে বিষয়ে। পাঠকদের বোঝার সুবিধার্থে চলুন প্রথমে জেনে নেওয়া যাক অনলাইনে মেয়ে ভাড়া (rent a friend) করার নিয়ম সম্পর্কে। এবং এরপরই আমরা কাঙ্খিত সেই ওয়েবসাইটগুলোর (website for girl hire) নাম সম্পর্কে জানবো।

অনলাইনে মেয়ে ভাড়া

অনলাইনে মেয়ে ভাড়া

বর্তমান বিশ্ব হলো অনলাইন নির্ভর একটি বিশ্ব। এখানে অনলাইনে খাবার অর্ডার হওয়া থেকে শুরু করে মানুষ ভাড়া করা পর্যন্ত হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে ঐ বিষয়ে। ধরে নিলাম এই বিষয়ে আপনার কোনো রকম জ্ঞান নেই। তো এখন আপনি কিভাবে অনলাইনে মেয়ে ভাড়া করবেন? মূলত, অনলাইনে মেয়ে ভাড়া করার জন্য আপনাকে প্রথমে কিছু নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে হবে। অন্যথায় অনলাইনে প্রতারণা বা স্ক্যামের স্বীকার হতে হবে। মেয়ে ভাড়ার করার অর্জিনাল ওয়েবসাইটগুলো ইন্টারনেটে অ্যাবেইলঅ্যাবেইল না। যে বিধায় বেশিরভাগ মানুষদেরকেই স্ক্যামের স্বীকার হতে হয়।

ওয়েবসাইট ছাড়াও আপনারা ফেজবুকের মাধ্যমে মেয়ে ভাড়া করতে পারেন। Girls Hire নামে সার্চ দিলে আপনি অনেক ফেজবুক পেইজ পাবেন, যেখানে মেয়ে হায়ার করা হয়। তবে সেখানেও ফ্রড অথবা স্ক্যামের স্বীকার হওয়ার সম্ভাবণা বেশি। তাহলে কি করবেন? সবচেয়ে বেস্ট এবং তুলনামূলক সেইফ জুন হলো ওয়েবসাইটের মাধ্যমে মেয়ে হায়ার করা। কিন্তু কোন সাইটের মাধ্যমে হায়ার করবেন? চলুন তেমন কয়েকটি সাইটের নাম জেনে নিই।

মেয়ে ভাড়া করার ১০ টি ওয়েবসাইট

এই পর্বে আমরা পাঠকদের কাঙ্খিত সেই ওয়েবসাইটগুলো সম্পর্কে জানবো। নিম্নে আমি ক্রমান্বয়ে মোট ১০ টি ওয়েবসাইটের নাম তুলে ধরেছি, যেখান থেকে আপনারা মেয়ে ভাড়া করতে পারেন। ওয়েবসাইটগুলো হলো-

  • Boo
  • Tinder
  • Badoo
  • OkCupid
  • Bdsmash
  • Muslima
  • LoveHabibi
  • Prospr
  • Bumble
  • Coffee Meets Bagel

উপরে দেওয়া দশটি সাইটই হলো ডেটিং সাইট অথবা মেয়ে ভাড়া করার ওয়েবসাইট। এই সমস্ত সাইটগুলো থেকে আপনারা খুব সহজেই আপনার সাথে ম্যাচ করা যেকোনো একটি মেয়ের সাথে ডেট করতে পারবেন। সেই সাথে চাইলে অনলাইনে পরিচয়ের পর সরাসরি দেখা করতে পারেন । বাংলাদেশে মূলত উপরোক্ত ওয়েবসাইটগুলো বর্তমানে বেশ জনপ্রিয়।

অনলাইনে মেয়ে ভাড়া সম্পর্কিত টিপস

বর্তমানে যে কেউ চাইলেই অনলাইনে মেয়ে ভাড়া করতে পারে। তাও কোনো রকম হেজিটেশন ছাড়াই। আর দিন দিন এই বিষয়টা আরো সহজ হচ্ছে। তবে, দিন দিন এখানে প্রতারণাও বাড়ছে। তাই একজন নতুন মানুষ এখানে এসে খুব সহজেই প্রতারণার স্বীকার হতে পারে। তবে কিছু টিপস কাজে লাগালে তাকে আর প্রতারণার স্বীকার হতে হবে না। কি সেই টিপসগুলো?

  • প্রথমত, সহজেই টাকা-পয়সার লেনদেন করবেন না।
  • আপনার অর্জিনাল সকল তথ্য সেখানে সাবমিট করবেন না।
  • আপনার পারিবারিক সকল তথ্য গোপন রাখবেন।
  • আপনার প্রোফাইল পিকচার ফেইক ব্যবহার করুন।

এই টিপসগুলো আপনি ব্যবহার করে খুব সহজেই কোনো রকম প্রতারণা ছাড়াই ওয়েবসাইটের মাধ্যমে মেয়ে ভাড়া করতে পারবেন। আশা করি উপরে দেওয়া টিপসগুলো আপনাদের নিকট বেশ ভালো লাগবে।

শেষ কথা

অনলাইনে বা ওয়েবসাইটে মেয়ে ভাড়া নিয়ে যদি আমি শেষ কথা বলি, তাহলে প্রথমে বলবো হারাম হতে দূরে থাকুন। সাময়িক সুখের জন্য আপনি চিরস্থায়ী সুখ কেন হারাবেন? এছাড়াও এখানে প্রচুর ফেইক মানুষ আছে, যারা প্রতারণা করার জন্যই এখানে বাসা বেধে আছে। তাই আখিরাতকে বিশ্বাস করে এবং ভয় করে উক্ত কাজ হতে দূরে থাকাই হলো শ্রেয়।

সম্ভব হলে এবং সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলুন। এতে করে এরকম হারাম কাজে লিপ্ত থাকতে হবে না। এবং গুণাহর ভাগও নিতে হবে না। যাইহোক, আজকের আর্টিকেলের মূল ফোকাস ছিল কিভাবে একটা ছেলেকে ধর্মীয়ভাবে আল্লাহর রাস্তায় রাখা যায়, সে বিষয়কে ফুটিয়ে তোলা। তাই এই আর্টিকেলে লেখার ক্ষেত্রে আমি অনেক দুঃখিত। আশা করি আর্টিকেলটি আপনাদের নিকট বেশ ভালো লাগছে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Leave a Comment