সদ্য জন্ম হওয়া মেয়ে বেবির জন্য আমরা সবাই চাই একটা সুন্দর ও কিউট নাম রাখার জন্য। কিন্তু মেয়েদের কিউট নাম পাওয়া বেশ অসাধ্য একটি ব্যাপার। আপনি যদি ইন্টারনেটে ”মেয়েদের কিউট নাম” লিখে সার্চ দেন, তাহলে অসংখ্য ওয়েবসাইট পাবেন, যেগুলোতে মেয়েদের অসংখ্য নাম তুলে ধরা হয়েছে। তবে একজন সচেতন গার্ডিয়ান বা পিতা-মাতা কখনোই না বুঝে-শুনে রাখবে না। বা রাখার সিদ্ধান্তও নিবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, এই ক্ষেত্রে বোঝার কি আছে? হ্যাঁ, অবশ্যই বোঝার এবং সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলো ব্যাপার আছে। যেমন- আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে মেয়েটির নাম ইসলামিক কি-না? অথবা আপনি যদি হিন্দু হয়ে থাকেন, এক্ষেত্রেও বিবেচনা করতে হবে। পাশাপাশি মেয়ের নামের অর্থের দিকেও নজর দিতে হবে। তাই হুট করে একটি কিউট নাম চয়েজ করে ফেললেই আপনি স্বার্থক নয়। বরং এর পিছনের সমাগ্রিক ইতিহাস ও প্রেক্ষাপট জানতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন।
যাইহোক, উপরোক্ত উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখেই আমি আজকের আর্টিকেলটি সাজিয়েছি। এখানে আমি অন্যদের ন্যায় অযাচিত অসংখ্য নাম তুলে ধরি নাই। পিউর ও অর্থবহ জাস্ট কিছু নাম তুলে ধরেছি। এবং আলাদা আলাদা হিন্দু ও মুসলিম মেয়েদের জন্য বেশ কিছু কিউট নাম তুলে ধরেছি। যাইহোক, আলোচনা বিলম্ব না করে চলুন নামগুলো জানা যাক।
মেয়েদের কিউট নাম সমূহ
যেহেতু আজকের পাঠক শুধুমাত্র হিন্দু বা মুসলিম একক কেউ নয়, উভয় ধর্মের। তাই সার্বিক বিবেচনায় নিম্নে আমি দুই ধর্ম থেকে আলাদা ভাবে বেশ কিছু মেয়েদের কিউট নাম তুলে ধরেছি। তবে সবগুলো নামই অর্থবহ এবং ধর্মীয় দিক থেকে তাৎপর্যপূর্ণ। তাই যদি সত্যিকার অর্থেই আপনি আপনার বেবির জন্য কিউট সুন্দর একটি নাম রাখতে চান, তাহলে নিম্নে উল্লেখিত নামসমূহ থেকে যেকোনো একটি চয়েজ করতে পারেন।
মুসলিম মেয়েদের কিউট নাম
ইসলামিকভাবে মুসলিম মেয়েদের নাম রাখার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। যদিও ইতিমধ্যে উপরে সেগুলো নিয়ে আলোচনা করেছি, তারপরও সংক্ষিপ্তভাবে তা আবার বলছি। নাম রাখার ক্ষেত্রে অবশ্যই নামটি হতে হবে ইসলামিক। নামটি হতে হবে অর্থবহ। অর্থাৎ নামটির অর্থ ইতিবাচক হতে হবে। এই দুটি বিষয় অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যাইহোক, এই দুটি বিষয় লক্ষ্য রেখেই নিম্নে কয়েকটি কিউট নাম দেওয়া হলো-
- আফরা = Afra = সাদা
- সাইয়ারা = Saiyara = তারকা
- আফিয়া = Afia = পুণ্যবতী
- মাহমুদা = Mahmuda = প্রশংসিতা
- রায়হানা = Rayhana = সুগন্ধি ফুল
- রাশীদা = Rashida = বিদুষী
- রামিসা = Ramisha = নিরাপদ
- রাইসা = Raisha = রাণী
- রাফিয়া = Rafia = উন্নত
- নুসরাত = Nusrat = সাহায্য
- নিশাত = Nishat = আনন্দ
- নাঈমাহ = Naimah = সুখি জীবন যাপনকারীনী
- নাফীসা = Nafia = মূল্যবান
- মাসূমা = Masuma = নিষ্পাপ
- মালিহা = Maliha = রুপসী
- হাসিনা = Hasina = সুন্দরি
- হাবীবা = Habiba = প্রিয়া
- ফারিহা = Fariha = সুখি
- দীবা = Diba = সোনালী
- বিলকিস = Bilkis = রাণী
- আনিকা = Anika = রুপসী
- তাবিয়া = Tabia = অনুগত
- তাবাসসুম = Tabassum = মুসকি হাসি
- তাসনিয়া = Tasnia = প্রশংসিত
- তাহসীনা = Tahsin = উত্তম
উপরোক্ত সবগুলো নাম হলো ইসলামিক নাম এবং মেয়েদের কিউট নামের ক্ষেত্রে উক্ত নামগুলো বেশ সুন্দর ও অর্থবহ। যা আপনারা পড়লেই বোঝতে পারবেন। সুতরাং, যদি কেউ সদ্য জন্ম হওয়া কণ্যা সন্তানের জন্য সুন্দর ও অর্থবহ ইসলামিক কিউট নাম রাখতে চায়, তাহলে উপরোক্ত নামগুলো হতে যেকোনো একটি পছন্দ করতে পারে।
হিন্দু মেয়েদের কিউট নাম
হিন্দু মেয়েদের ক্ষেত্রেও সেইম রুল অনুসরণ করতে হয়। অর্থাৎ নামের অর্থ সহ নামটি ধর্মীয়ভাবে হিন্দুত্ববাধী হচ্ছে কি-না, এই সব বিষয় খেয়াল রেখেই একটি হিন্দু মেয়ের কিউট নাম নির্ধারণ করতে হবে। এমন কয়েকটি নাম হলো-
- আদ্যা = Addo = প্রথম শক্তি
- অহনা = Ahona = অন্তরের আলো, অবিনশ্বর, দিনের বেলায় যাঁর জন্ম, সূর্যের প্রথম উদয়
- আলিয়া = Aliya = অসাধারণ, সর্বোচ্চ সামাজিক অবস্থান, লম্বা, সুউচ্চ
- আনায়া = Anaya = সীমাহীন, অনন্ত, পুনরুজ্জীবন
- আরাধ্যা = Aradda = পূজিত, গণেশের আশীর্বাদ
- অর্না = Aorna = লক্ষ্মী, জল, ঢেউ, প্রবাহ, উচ্ছ্বসিত হওয়া
- আরোহী = Arohi = সঙ্গীতের ধ্বনি, প্রগতিশীল, বিকশিত
- অদিতি = Aduthi = দেবতাদের মা, সৃজনশীলতা, স্বাধীনতা, নিরাপত্তা, উৎকর্ষ, প্রাচুর্য
- অদ্ভিকা = Addika = বিশ্ব, পৃথিবী, অভিনব
- অদ্বৈতা = Adoita = অনুপ্রেরণামূলক, আদর্শবাদী
- অক্ষরা = Akkhora = অক্ষর, সরস্বতী
- আমায়রা = Amayra = বিশেষ যে চিরকাল সুন্দর থাকবে
- আমায়া = Amayra= যা পরিমাপ করা যায় না
- অমৃতা = Omrita = অমরত্ব
- অম্রূতা = Amruta = অমরত্ব
- আনাইশা = Anaisha = অমরত্ব
- অনন্যা = Anonna = পার্বতী, যার জুড়ি মেলা ভার, অভিনব, অন্যদের থেকে আলাদা, কমনীয়
- আনায়া = Anaya = সীমাহীন, অনন্ত, পুনরুজ্জীবন
- আন্দ্রিয়া = Andriya = পুরুষালি
- এঞ্জেল = Angel = পরী
- অনিকা = Anika = দুর্গা, পাথরের তেজ
- অনুষ্কা = Anuska = ফুল, আনুকূল্য, অনুগ্রহ
- আনভি = Anuvi = ভাগ্যবান দেবীর নাম
- অন্যা = Onna = অনুগ্রহে পূর্ণ
- অরুনিমা = Orunima = ভোরের আলো
- আর্যা = Arja = পবিত্র দেবী
- অবনি = Obni = পৃথিবী
- ভাবনা = Babna = পার্বতী, শুদ্ধতা, দেবতার উপহার
- কৃষাণা = Krishana = আকর্ষণীয়
- লিপিকা = Lipika = কল্পনা, ধারণা, আধুনিক
- লোলিতা = Lolita = সুন্দর, সুসজ্জিত
- লোপা = Lopa = সূর্য
- লীনা = Lina = অমর বা বিশ্বের অধিশ্বর
- লিবনি = Liboni = সাদা
- লোচন = Lichon = চোখ
- লাডলি = Ladli = যাকে খুব ভালোবাসা হয়
- লজিতা = Lijita = ভদ্রতা
- মাহিকা = Mahika = পৃথিবী, শিশিরবিন্দু
- মান্যা = Manno = শান্ত, সম্মানীয়, আদরনীয়
- মীরা = Mira = ভালোবাসা ও বন্ধুত্বের মধ্যেকার সম্পর্ক কৃষ্ণর ভক্ত, সমুদ্র, সীমানা
- মেঘনা = Megna = মেঘ
- মেহের = Meher = চারুতা
- মিশ্কা = Mishka = ভালোবাসার উপহার
- মিতালী = Mitali = ভালোবাসা ও বন্ধুত্বের মধ্যেকার সম্পর্ক
- মায়রা = Mayra = মধু, যাঁকে ভালোবাসা হয়
- নাইরা = Naira = উজ্জ্বল, ঝকমকে
উপরে আমি বেশ কিছু হিন্দু মেয়েদের কিউট নাম তুলে ধরেছি। এখান থেকে আপনি আপনার সদ্য জন্ম নেওয়া বাচ্চার জন্য যেকোনো একটি নাম কোনো রকম দ্ধিধা ছাড়াই সিলেক্ট করতে পারেন। কেননা সবগুলো নাম অর্থবহ এবং ইতিবাচক অর্থ বহন করে।
মুসলিম ও হিন্দু মেয়েদের সেরা পাঁচটি কিউট নাম
রু এবং কলামের মাধ্যমে নিম্নে আমি পাঁচটি কিউট নাম তুলে ধরেছি, যেগুলোর বাম দিকে মুসলিম মেয়েদের নাম এবং বাম দিকে হিন্দু মেয়েদের নাম। উপরে দেওয়া নামগুলো হতে যদি আপনি একটি নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে নিম্নে দেওয়া নামগুলো ফলো করতে পারেন-
মুসলিম মেয়েদের কিউট নাম | হিন্দু মেয়েদের কিউট নাম |
জান্নাত | কৃষা |
ইলমা | ইশানি |
মরজান | গৌতমী |
মারিয়াম | রাধিকা |
তাওবা | পূজা |
উপরে সংক্ষিপ্ত একটি চার্ট দিয়েছি, যেখানে পাঁচটি করে যথাক্রমে মুসলিম ও হিন্দু মেয়েদের কিউট নাম দেওয়া হয়েছে। এখান থেকেও আপনারা যেকোনো একটি কিউট নাম আপনার কণ্যা সন্তানের জন্য সিলেক্ট করতে পারেন।
সর্বপরি, নাম রাখার ক্ষেত্রে আপনারা উপরে উল্লেখিত বিষয়বস্তু মান্য করে খুব সুন্দর একটি নাম সিলেক্ট করতে পারেন কোনো রকম দ্ধিধা ছাড়াই। এছাড়া আপনি যদি এখানে হতে কোনো নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে কমেন্টের মাধ্যমে কিংবা দূর্বাষের ” Contact Us ” পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা আপনার মেয়ের জন্য সুন্দর ও কিউট একটি নাম সাজেস্ট করবো, ইনশাল্লাহ।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।