জায়গা ভেদে ঢাকাতে আবাসিক হোটেল পাওয়া বেশ মুশকিল হয়ে থাকে। তবে আবার কিছু জায়গায় লোকাল, প্রিমিয়াম মিলে অনেক আবাসিক হোটেল থাকে। তেমনি ঢাকার একটি জনবহুল জায়গা হলো ধানমন্ডির পাশে নিউ মার্কেট। লোকজন এখানে নানা কাজে এসে থাকে এবং প্রয়োজনবোধে রাত্রি যাপনও করে। তবে বিপত্তি দাড়ায় তখন, যখন তারা একটি হোটেল খোঁজে থাকে। ঢাকা নিউ মার্কেট আবাসিক হোটেল খোঁজা বেশি কষ্টসাধ্য নয়, তবে ভালো ও সেইফ আবাসিক হোটেল পাওয়া বরাবর একটি কষ্টসাধ্য ব্যাপার। তবে যাইহোক, আজকের আর্টিকেলে আমরা ঢাকা নিউ মার্কেটে থাকা এমন কিছু আবাসিক হোটেল এর তুলে ধরবো, যেগুলোতে আপনি কোনো রকম দ্বিধা ছাড়াই থাকতে পারেন এবং ভাড়া করার ক্ষেত্রেও কোনো রকম জটিলতা পোহাতে হবে না।
সাধারণত আমরা যখন কোনো স্থানে গিয়ে একটি আবাসিক হোটেল ভাড়া করতে যাই, তখন যে সমস্যাগুলো ফেইস করি, তারমধ্যে উল্লেখযোগ্য হলো সেইফ ফিল না করা। আরো আছে যেমন- ভাড়া কেমন, হিডেন চার্জ, হোটেলের আচরণ বিধি সহ ইত্যাদি ব্যাপার। আর এই সমস্ত দিক বিবেচনা করে নিম্নে আমি বেশ কিছু আবাসিক হোটেল তুলে ধরেছি, যেগুলো ঢাকা নিউ মার্কেটের আশেপাশেই অবস্থিত। এবং কোনো রকম দ্বিধা ছাড়াই ঢাকাস্থ নিউ মার্কের্টের আবাসিক হোটেলগুলোতে উঠতে পারেন।
ঢাকা নিউ মার্কেট আবাসিক হোটেল এর তালিকা
এখন আমি ঢাকা নিউ মার্কেট সংলগ্ন কিছু আবাসিক হোটেল এর লিস্ট দিবো, যেগুলোতে আপনারা উঠতে পারেন। তবে উঠার পূর্বে অবশ্যই আপনারা হোটেলগুলো সম্পর্কে পুনরায় যাচাই-বাচাই করে নিবেন। আর হোটেল চয়েজের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোকে পুনরায় চেক দিয়ে নিবেন। এবার চলুন ঢাকা নিউ মার্কেট আবাসিক হোটেল এর তালিকাটি দেখে নিই-
ঢাকা নিউ মার্কেট আবাসিক হোটেল | যোগাযোগ |
Hotel White House International Residential | 01812807300 |
Hotel New Royal Palace Dhanmondi | 01745902025 |
Hotel City International Residential | 01644447770 |
হোটেল নিউ ইয়র্ক | 01729256171 |
উপরে আমি মোট ৪টি আবাসিক হোটলের নাম তুলে ধরেছি মোবাইল নাম্বার সহ। এখানে থাকা সবগুলো আবাসিক হোটেল মূলত নিউ মার্কেট কিংবা ঢাকা নিউ মার্কেটের আশে-পাশেই অবস্থিত। তাই আপনি যদি সত্যিকার অর্থেই নিউ মার্কেটের আশেপাশে কোনো আবাসিক হোটেল খুঁজে থাকেন, তাহলে উপরোক্ত মোবাইল নাম্বারগুলোতে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। তবে একটা কথা উল্লেখ্য যে, অবশ্যই নিজ দায়িত্বে হোটেলে উঠবেন। কোনো রকম সমস্যা ফেইস করলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। আবাসিক হোটেলের কিছু কমন সমস্যা ও এর থেকে কিবাবে পরিত্রাণ পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানতে নিম্নোক্ত অংশটি পড়ুন।
ঢাকা নিউ মার্কেট আবাসিক হোটেল সম্পর্কিত কিছু তথ্য
অন্য সকল হোটেলের ন্যায় ঢাকা নিউ মার্কেট আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রেও আপনাকে বেশ কিছু নিয়ম-নীতি মান্য করতে হবে। আপনি যদি নিউ মার্কেটের নিকট গিয়ে লোকালি আবাসিক হোটেল খুঁজেন, তাহলে অসংখ্য আবাসিক হোটেল পাবেন। কিন্তু কথা হলো, এসব হোটেল আধোও কি সেইফ? অথবা কোনো রকম জটিলতা কি পোহাতে হবে না এসব হোটেলে? যদি এই সব প্রশ্নের উত্তর আপনি নেতিবাচক খুঁজে পান, তাহলে লোকাল হোটেলে না যাওয়াই উত্তম। আর যদি ইতিবাচক হয়, তাহলে আপনি এসব হোটেল ভাড়া করতে পারেন।
যাইহোক, হোটেল ভাড়া করার ক্ষেত্রে আমি আপনাদেরকে সব সময় বলি একটু টাকা গেলেও প্রিমিয়াম হোটেলগুলোতে থাকা। কেননা, এগুলোতে তেমন কিছু ভাবতে হয় না সেইফ ইস্যু নিয়ে। এছাড়াও অন্য যত জটিলতা থাকে লোকাল হোটেলগুলোতে, এগুলো তেমন থাকে না। তবে হোটেলে উঠার পূর্বে অবশ্যই হোটেল কাউন্টারে বিস্তারিত কথা বলে নিবেন। হোটেল ভাড়া, হিডেন চার্জ, সেইফ্টি সহ ইত্যাদি জিনিসপত্র আপনি কাউন্টার থেকে বোঝে এরপর ভাড়া করবেন। যাচাই না করে কোনো আবাসিক হোটেলে উঠা উচিত নয়। এটা শুধু মাত্র ঢাকা নিউ মার্কেট নয়, বরং দেশের যেকোনো জায়গার হোটেলে উঠার পূর্বে উপরোক্ত জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। অন্যথায়, হোটেলে উঠার পর বিভিন্ন ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে।
যাইহোক, আজ আর নয়। আশা করি আজকের আর্টিকেল তথা ঢাকা নিউ মার্কেট আবাসিক হোটেল নিয়ে আপনাদের মনে আর কোনো রকম দ্বিধা নেই। যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে দয়া করে নিম্নে কমেন্ট করু। যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেস্টা করবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।