নখের মেহেদী কালো করার উপায়

নখের মেহেদী কালো করার উপায়

নখের মেহেদী কালো করার উপায় হিসাবে প্রচলিত অনেকগুলো কৌশল থাকলেও আজকে আমি কার্যকারী দু’টি উপায় নিয়ে আলোচনা করবো। যদিও নখ কালো করার উপায় অনেকগুলো রয়েছে, তারপরও মেহেদী পাতা দিয়ে নখ কালো করার সহজ উপায় বোধহয় সবার নিকট পরিচিত এবং জনপ্রিয়। যাইহোক, নখের মেহেদী ডিজাইন সহ এই আর্টিকেলে আমি নখে মেহেদী দিয়ে কিভাবে কালো রং পাবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো দূরভাষে। তাই সাথেই থাকুন।

নখ কালো করার উপায়

নখ কালো করার উপায়

ঈদ কিংবা বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে বিশেষ করে মেয়েরা মেহেদী ব্যবহার করে থাকে। স্বাভাবিক ভাবে মেহেদী আমরা হাত ও পায়ে ব্যবহার করে থাকি। তবে এর পাশাপাশি নখেও মেহেদি ব্যবহার করা যায়। হাতে খুব সহজেই মেহেদির রং কালো করা যায়। কিন্তু নখের ক্ষেত্রে সাধারণ নিয়মে রং গাঢ় হবে না। সে জন্য বিশেষ কিছু নিয়ম অবলম্বণ করতে হবে। দেখেন, নখ কালো করার অনেকগুলো উপায় রয়েছে। তবে সবগুলো কিন্তু কার্যকারী নয়। তাই বাস্তাবিক জীবনে কার্যকারী শুধু মাত্র দুটি উপায় নিয়েই এখানে আমি আলোচনা করেছি। আশা করি নখ কালো করার ক্ষেত্রে উক্ত উপায়দ্বয় আপনাকে উপকৃত করবে। চলুন জেনে নিই সেই উপায়গুলো।

বাটা মেহেদি দিয়ে নখ কালো করার উপায়

বাটা মেহেদি দিয়ে নখ কালো করার উপায়

যদিও উল্লেখ করা হয়েছে বাটা মেহেদি দিয়ে নখ কালো করার কথা, তবে এরসাথে আনুষাঙ্গিক আরো অনেকগুলো উপাদান লাগবে। আপনাদের সুবিধার্থে আমি নিম্ন উপাদানগুলো উল্লেখ করলাম।

প্রয়োজনীয় উপকরণসমূহঃ

  • বাটা মেহেদি পাতা
  • প্যাকেটজাত করা মেহেদি (যেকোনো ব্রান্ডের হলেও চলবে)
  • চুন
  • বাংলা সাবান বা বল সাবান অথবা গোল সাবান
  • টিস্যু
  • পরিষ্কার পানি ও
  • একটি পাত্র

এখন কিভাবে শুরু করতে পারি? এখানে কি স্পেশাল কিছু মেনটেইন করতে হবে? না তেমন কিছুই করতে হবে না। জাস্ট আমার দেওয়া স্টেপগুলো আপনারা অনুসরণ করলেই হবে। চলুন তাহলে জেনে নিই-

  • সর্বপ্রথম আমরা একটি ছোট পাত্র নিবো। এই ক্ষেত্রে বাটি বা গ্লাসও হতে পারে। আর সেখানে আমাদের নেওয়া সাবানটি টুকরো টুকরো করে পরিমাণ মতো নিয়ে নিবো। টুকরো টুকরো বলতে একদম ছোট ছোট করে নিবো।
  • এবার সেই পাত্রটিতে পরিমাণ মত চুন নিয়ে নিবো।
  • এখন আমাদের মিক্স করার সময়। অর্থাৎ, পরিমাণ মত পানি দিয়ে চুন ও সাবানের মিশ্রণটি ভালোভাবে তৈরি করবো।
  • এরপর আমাদেরকে প্রধান কাজটি করতে হবে। প্রথমে আমাদের হাতদ্বয়কে সাবান ও পানি দ্ধারা ধৌত করে নিতে হবে। তারপর টিসু দিয়ে হাত ও নখগুলোকে ভালোভাবে শুকনো করে নিতে হবে।
  • এবার কিছুক্ষণ অপেক্ষা করুণ। সেটা ডিপেন্ড করে আপনার নখ শুকোনোর উপর। সেটা হতে পারে দশ মিনিট কিংবা বিশ মিনিট বা তারও অধিক সময়।
  • নির্দিষ্ট সময় পর নোখে খুব সতর্কভাবে ‍চুন ওসাবানের মিশ্রণটিকে লাগিয়ে নিতে হবে। যেহেতু চুন আমাদের ত্বকের জন্য মারাত্মক, তাই নজর রাখতে হবে যেন সেটির মিশ্রণ আমাদের ত্বকে না লেগে যায়। যদি লেগে যায়, তাহলে টিস্যু দিয়ে সাথে সাথে মুছে ফেলতে হবে। কেননা এটি আমাদের দেহকে রাসায়নিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন করবে।
  • চুন ও সাবানের মিশ্রণটি লাগানোর পর পনেরো মিনিট বা এর একটু বেশি এভাবে রেখে দিন এবং এরপর তা না ধুয়ে টিস্যু দিয়ে উঠিয়ে ফেলুন। খুব ভালোভাবে তা পরিষ্কার করুণ।
  • এখন সময় এসেছে বাটা মেহেদি হাতে দেওয়ার। সুতরাং, এবার বাটা মেহেদী নখে ভালোভাবে লাগিয়ে নিন।
  • বাটা মেহেদি হাতের নখে লাগানোর পর এটি শুকনো হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুণ। যদি একদম শুকনো হয়ে যায়, তাহলে এবার সেগুলো নখ থেকে উঠিয়ে ফেলুন। তবে এখানে উল্লেখ্য যে, পানি বা তরল কোনো কিছু দিয়ে হাত বা নখ ধৌত করবেন না।
  • কাজ কি এখানেই শেষ? না, আরো কিছু কাজ আছে। সাধারণত বাজারে পাওয়া যায় এমন যেকোনো একটি মেহেদি ব্যবহারের সময় এসেছে। হতে পারে সেটা মতাজ, লীজান, রাঙাপরী, স্মার্ট মেহেদি, শাহজাদী, আলমাস, কাভেরিসহ ইত্যাদি ধরনের মেহেদি। যাইহোক, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একটি সিলেক্ট করুণ অথবা হাতের নিকট যে ব্র্যোন্ড আছে, সেটিই ইউজ করুন।
  • এবার বাজার থেকে ক্রয় করা প্যাকেটজাত মেহেদি পুনরায় নখে লাগিয়ে নিন খুব ভালোভাবে। এটিও শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুণ এবং শুকনো হলে টিস্যু দিয়ে উঠিয়ে ফেলুন।
  • এখন পুনরায় বাটা মেহেদি নখে লাগিয়ে নিন। পুনরায় শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুণ এবং যখন ভালোভাবে শুকনো হবে, তখন টিস্যু দিয়ে মেহেদি তুলে ফেলুন।
  • খানিক সময় পর, শুধু মাত্র পরিষ্কার পানি দ্ধারা হাত-নখ ধুয়ে ফেলুন।

উপরোক্ত নিয়ম অনুসরণ করার মাধ্যমে আপনি হাতে নখের মেহেদির রং কালো করতে পারেন। আমি জানি যে, এই পদ্ধতিটি অনেকের নিকট পরিচিত। তবে এটিও সত্যি যে, এই পদ্ধতিটি অনেক কার্যকারী। সুতরাং আপনি যদি সত্যিকার অর্থেই হাতের মেহেদির রং গাঢ় কালো করতে চান, তাহলে উপরোক্ত স্টেপগুলো কেয়ারফুলী অনুসরণ করতে পারেন। আমার জানা মতে, মেহেদী পাতা দিয়ে নখ কালো করার সহজ উপায় হলো আমার ‍উল্লেখিত উপায়টিই। যাইহোক, চলুন এবার জেনে নিই আর কি কি উপায়ে আমরা হাতের আঙ্গুলের নখ কালো করতে পারি। নিম্নে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি।

চা পাতা দিয়ে মেহেদী বানানো

চা পাতা দিয়ে মেহেদী বানানো

আচ্ছা, অনেকের মনে একটি প্রশ্ন যে, চা পাতা দিয়ে তৈরিকৃত মেহেদি কি নখে লাগিয়ে কালো করা যায়? সত্যিকার অর্থে উত্তরটি অনেক কিছুর উপর নির্ভর করে। যদি সার্বিকভাবে সব কিছু আপনি মেইনটেইন করতে পারেন, তাহলে উত্তরটি অবশ্যই হবে হ্যাঁ। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে, কিভাবে চা পাতা দিয়ে মেহেদী বানানো যায় এবং নখের মেহেদী কালো করার উপায়টা কি? যাইহোক, চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক।

  • সর্বপ্রথম জেনে নেওয়া যাক চা পাতা দিয়ে মেহেদি তৈরি করার উপায়টি। সেটি হলো-
  • প্রথমে একটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ চা পাতি নিয়ে নিন।
  • ঠিক একই ভাবে একই পরিমাণ চিনিও নিয়ে নিন আরেকটি পাত্রে।
  • এবার এগুলোকে এক সাথে মিশিয়ে নিন।
  • এরপর আপনি চলে যান; চুলায়। এবং সাথে নিয়ে নিন একটি পাত্র।
  • পাত্রে মিক্স করা চা পাতি ও চিনিগুলোকে রাখুন।
  • এবার পাত্রে রাখা উপাদানগুলোর মাঝ বরাবর ফাঁকা করে দিন।
  • ফাঁকা জায়গায় একটি স্টিলের বাটির নিচের দিকটি রাখুন।
  • এবার আগে থেকে গরম করা পানি সহ একটি পাত্র আগের পাত্রের উপর রাখুন। এবং ভালো ভাবে ঢাকনা দিয়ে দিন।
  • এভাবে কিছুক্ষণ জ্বাল দিয়ে ঢাকনা সরিয়ে ফেলুন এবং দেখুন চমক।
  • অর্থাৎ স্টিলের বাটিতে দেখুন খড়ারি রং এর পানি জমা হয়েছে।
  • এগুলোই হলো মেহেদি। আর এভাবেই আপনারা মেহেদি তৈরি করতে পারেন চা পাতি ও চিনি ব্যবহার করে।

এখন প্রশ্ন হলো মেহেদি তৈরি করেছি ঠিক, কিন্তু কিভাবে আমরা নখে কালো রং করার ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে পারি? আচ্ছা, এরজন্য আমাদেরকে উক্ত খড়ারি রং এর তরলটিকে নখে ব্যবহার করতে হবে খুব ভালোভাবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন এটি চামড়ায় না লেগে যায়। অবশ্য লাগলেও সমস্যা নেই।

যাইহোক, আমি আপনাদেরকে দুইভাবেই দেখিয়েছি যে, কিভাবে আপনারা খুব সহজেই নখে মেহেদী ডিজা্ইন করতে পারেন এবং তা কিভাবে আরো কালো করতে পারেন। এরপরও যদি কেউ এই বিষয়ে বোঝতে না পেরে থাকেন, তাহলে দয়া করে আপনারা নিম্নে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট করুন।

নখের মেহেদী ডিজাইন

নখের মেহেদী ডিজাইন
নখের মেহেদী ডিজাইন এর দ্বিতীয় ছবি

নখের মেহেদী ডিজাইন। জিনিসটি কি? কেউ কি বোঝতে পেরেছেন? আচ্ছা, এতোক্ষণ আপনারা কিভাবে মেহেদি দিয়ে নখের রং গাঢ়ো কালো করা যায়, সে বিষয়ে জেনেছেন। এখন আমরা জানবো যে, কোন কোন ডিজাইনগুলোকে আমরা আমাদের হাতের নখে ব্যবহার করতে পারি। তাই আপনাদের স্বার্থে আমি নিম্নে দু’টি বেশ ভালো ও জনপ্রিয় মেহেদি ডিজাইন তুলে ধরেছি-

নখের মেহেদী কালো করার উপায় হিসেবে আমরা যে দুটি উপায় পড়েছি, আপনারা চাইলে উক্ত উপায়গুলো অ্যাপ্লাই করতে পারেন। আশা করি উক্ত উপায়গুলো অবলম্বণ করার মাধ্যমে আপনারা আপনাদের হাতের নখের রং তুলনামূলক আরো গাঢ় করতে পারবেন। বিশেষ করে আমি পার্সোনালি উপরের প্রথম উপায়টিকে সাজেস্ট করবো। এটি হলো পরিক্ষিত একটি উপায় বা পদ্ধতি। তাই সত্যিকার অর্থে যদি আপনারা নখের মেহেদী কালো করার উপায় খুঁজে থাকেন, তাহলে উপরের দুটি উপায়ের মধ্য থেকে যেকোনো একটি উপায় বাস্তবায়ন করতে পারেন।

Leave a Comment