দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন | কলেজে ভর্তির জন্য আবেদন পত্র

দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন

বিশেষ করে কলেজ পরিবর্তনের কারণে আমরা এক কলেজ হতে অন্য কলেজে ট্রান্সফার হয়ে ভর্তি হতে হয়। এই ক্ষেত্রে ভর্তি হওয়ার পূর্বে ভর্তি হতে ইচ্চাকৃত কলেজের অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখতে হয়। সেটা হোক একাদশ শ্রেণিতে কিংবা দ্বাদশ শ্রেণিতে। যাইহোক,  ২০২৪ সালের দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইতিমধ্যে জাতীয় শিক্ষা অধিদপ্তর ঘোষণা প্রদাণ করেছে। আর তারই ধারাবাহিকতায় সাবেক এস.এস.সি পাস পরীক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য আবেদনপত্র লিখে তাদের কাঙ্খিত কলেজে জমা দেওয়া শুরু করেছে। তবে এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। দ্বাদশ শ্রেণিতে কিভাবে ভর্তি হওয়া যায় কিংবা এর প্রসেসটা কি, সে নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তার পূর্বে চলুন জেনে নিই কিভাবে দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনপত্র লিখতে হয়, সে সম্পর্কে জানা যাক।

দ্বাদশ শ্রেণিতে/কলেজে ভর্তির জন্য আবেদন লিখার নিয়ম

কলেজে ভর্তির জন্য আবেদন লিখার নিয়ম

দ্বাদশ শ্রেণির ভর্তি নিয়ে আমাদের মাঝে যে কনফিউশান রয়েছে, আশা করি নিম্নের স্যাম্পল হিসেবে দেওয়া আবেদনটি দেখে আপনাদের কনফিউশন দূর হবে। অথবা আপনারা ইচ্ছে করলে, দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য নিম্নোক্ত আবেদনটি ব্যবহার করতে পারেন-

বরাবর,

অধ্যক্ষ

ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ

বরুড়া, কুমিল্লা

বিষয়: দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন।

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি পার্শ্ববর্তী এলাকার একজন নাগরিক। আমি গতবছর তথা ২০২২ শিক্ষাবর্ষে কুমিল্লা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে যথানিয়মে ভর্তি হই। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয় পাস করে বর্তমানে আমি দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি।  কিন্তু পারিপার্শ্বিক বহুমুখী কারণে বর্তমানে সেখানে যথানিয়মে পড়া-লেখা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এছাড়া আমার পিতা-মাতার পক্ষেও আর্থিকভাবে সম্ভব হচ্ছে না আমার পড়াশোনার  খরচ বহন করা। সেখানকার খাবারে সংকীর্ণতা আমাকে স্বাস্থ্যগতভাবে অসুস্থ্য করে তুলছে। তাই সার্বিক বিবেচনায়ি আমি চাচ্ছি এখন আপনার কলেজ তথা ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হবো। এই বিষয়ে আমার পরিবার এবং আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞবদ্ধ। তাই, আপনার কাছ থেকে অনুকূল জবাব পেলে আমি ট্রান্সফার সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র  পূর্বের কলেজ থেকে   নিয়ে আসব।

অতএব, সবিনয়ের নিকট আমার আকুল আবেদন যে, আপনি আমাকে আপনার কলেজে ভর্তি হয়ে স্বাভাবিকভাবে লেখা-পড়া করার সুযোগ দিবেন। এতে করে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।

নিবেদক,

মোঃ ইকরামুল হক

ঠিক এই ভাবে আপনারা দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আপনাদের টার্গেটেড কিংবা কাঙ্খিত কলেজের অধ্যক্ষ বরাবর ভর্তির আবেদন লিখতে পারেন।

ঠিক এই ভাবে আপনারা দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আপনাদের টার্গেটেড কিংবা কাঙ্খিত কলেজের অধ্যক্ষ বরাবর ভর্তির আবেদন লিখতে পারেন। যদিও এখনও অনেকের মধ্যে কনফিউশন রয়েই যাবে, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আপনারা আপনাদের ভর্তি সংক্রান্ত সকল ধরনের সমস্যাগুলো কমেন্টে জানাতে পারেন। দূরভাষ এর পরবর্তী আর্টিকেলে সেগুলো প্রকাশ করে দেওয়ার চেষ্টা করবো।

ভর্তির জন্য আবেদন

সত্যিকার অর্থে শ্রেণি ভিত্তিক ভর্তির আবেদনের স্যাম্পল ভিন্ন রকম হয়ে থাকে। যেমন- আপনি যদি নতুন কোনো বিদ্যালয়ে ভর্তি হতে চান, তাহলে সেটির ভর্তির আবেদন এক রকম আবার দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য আবেদনও আরেক রকম।

তবে টপিকের আকৃতি অবশ্যই একটা নির্দিষ্ট স্টাইলে থাকবে। সেটি আপনারা আজকের দেখানো স্টাইলে রাখতে পারেন। জাস্ট মধ্যখানের লিখার মধ্যে কিছুটা ভিন্নতা আসবে। তাহলেই আপনারা যেকোনো ভর্তির জন্য আবেদন খুব সহজেই লিখে ফেলতে পারেন।

দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণের জন্য কিভাবে আবেদন লিখতে হয়?

এই ক্ষেত্রেও আপনারা উপরের নিয়মটি অনুসরণ করতে পারেন। তবে এখানে অবশ্যই ভিতরের লিখাগুলোর মধ্যে কিছুটা পরিমার্জন নিয়ে আসবেন। অর্থাৎ সেখানে ছিল দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন আর এখানে হবে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার জন্য আবেদন। শব্দ চয়নে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, কিছুটা সেইম আবেদন কিন্তু পার্থক্য অনেক।

2 thoughts on “দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন | কলেজে ভর্তির জন্য আবেদন পত্র”

  1. ভাই আমি এসএসসি ২৩ এর একজন ছাএ আমি একটি সরকারি কলেজে ভর্তি হয়েছি, আমি দিনাজপুর বোর্ড এর শিক্ষাথী। আমি ঢাকা বোর্ডের কোন কলেজে এসএসসি ২৪ এর সাথে আবার নতুন করে কলেজ চয়েস দিয়ে ভর্তি হতে পারবো কি।

    Reply
    • কোন বোর্ডের আওতায় ভর্তি হয়েছেন? হা, নতুন করে পুনরায় কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন, তবে প্রাইরুটি দিবে 2024 এর ব্যাচকে আগে। তবে জিপিএ ভালো থাকলে চলে আসবে।

      Reply

Leave a Comment