ঢাকা মোহাম্মদপুর আবাসিক হোটেল

ঢাকা মোহাম্মদপুর আবাসিক হোটেল

ঢাকাতে বসবাসকারীদের জন্য ঢাকা মোহাম্মদপুর আবাসিক হোটেল পেতে তেমন বেগ পেতে হয় না, কিন্তু যারা ঢাকায় নতুন কিংবা মাঝে মাঝে ঢাকায় আসে, তাদের জন্য মোহাম্মদপুরে ভালো ও কোয়ালিটিফুল আবাসিক হোটেল পেতে বেশ কষ্টসাধ্য ব্যাপার। আবার অনেকে আছে যারা ঢাকার মোহাম্মদপুর থাকে না, কিন্তু বিভিন্ন দরকার-প্রয়োজনে কাজের ক্ষেত্রে মোহাম্মদপুর আসে। তাদের অধিকাংশের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা যায়, সেটি হলো আবাসিক হোটেল চয়েজ করতে পারে না কিংবা বোঝে উঠতে পারে না যে, মোহাম্মদপুরের কোন আবাসিক হোটেলটি তাদের জন্য ভালো হবে।

আরো দেখুন: খিলক্ষেত আবাসিক হোটেল এর তালিকা মোবাইল নাম্বার সহ।

যাইহোক, আমাদের পাঠকদের দিক বিবেচনা করেই আজকের আর্টিকেলটি আমরা সাজিয়েছি। এখানে আমরা বেশ কয়েকটি ভালো ও কোয়ালিটিফুল আবাসিক হোটেলকে লিস্ট করেছি, যেগুলো ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত কিংবা মোহাম্মদপুরের কাছাকাছিই অবস্থিত। তাই আপনারা যারা মোহাম্মদপুরে ভালো ও সুন্দর একটি আবাসিক হোটেল খুঁজছেন, তারা নিম্নোক্ত তালিকা হতে যেকোনো একটিতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি তাদের হোটেলে চলে যেতে পারেন।

ঢাকা মোহাম্মদপুর আবাসিক হোটেলের তালিকা

ঢাকা মোহাম্মদপুর আবাসিক হোটেল

এখানে একটি বিষয় প্রথমেই স্পষ্ট করা যাক যে, এই তালিকায় আমরা এমন কোনো আবাসিক হোস্টেল বা হোটেল লিস্ট করবো না, যেগুলো মানুষের সাথে প্রতারণার আশ্রয় নেয়। আপনি যদি ভালোভাবে খোঁজ-খবর নেন, তাহলে জানবেন যে, ঢাকার মধ্যে থাকা হোটেলগুলো মধ্যে অনেকগুলো আবাসিক হোটেল এই কর্মগুলো করে থাকে। সুতরাং, সেই প্রেক্ষিতে আমরা ভালো ও নামি দামি হোটেলগুলোকেই লিস্ট করেছি। চলুন তাহলে জেনে নিই মোহাম্মদপুরে থাকা আবাসিক হোটেলগুলো-

ঢাকা মোহাম্মদপুর আবাসিক হোটেল এর নামমোবাইল নাম্বার
নিই স্টার আবাসিক হোটেল মোহাম্মদপুর ঢাকা01719548406
Hotel Green Residential01711309045
আল-হাসান আবাসিক হোটেল01979-474495

উপরোক্ত সবগুলো আবাসিক হোটেল ঢাকা মোহাম্মদ এবং মোহাম্মদপুরের আশে-পাশেই অবস্থিত। তবে বেশি দূরে হবে না। দেখুন, আমরা ইচ্ছে করলেই এক্সেক্ট মোহাম্মদপুরে অবস্থিত এমন অনেক হোটেল আপনাদেরকে সাজেস্ট করতে পারতাম। তবে কেন অন্য সব মোহাম্মদপুরের হোটেলগুলো সাজেস্ট না করে একটু টাকা বেশি গেলেও ভালো হোটেল সাজেস্ট করেছি? কারণ আপনাদের নিরাপত্তার দিক বিবেচনা করেই গুগল ম্যাপ থেকে ভালো ভালো আবাসিক হোটেলগুলো সাজেস্ট করেছি। আশা করি এই হোটেলগুলো হতে আপনারা প্রতারিত হবেন না। তারপরও যেহেতু ঢাকা, তাই নিজ দায়িত্বে সচেতন থাকবেন এবং নিজ দায়িত্বে সব কিছু করবেন।

ঢাকা মোহাম্মদপুর আবাসিক হোটেল সম্পর্কে সতর্কতা

ঢাকা মোহাম্মদপুর আবাসিক হোটেল সম্পর্কে সতর্কতা

আপনারা একটি বিষয় জানেন হয়তো, সেটি হলো একটা নির্দিষ্ট সময়ের পর হোটেল সহ সব কিছুরই মালিকানা পরিবর্তন হয়। সেই দিক থেকে হোটেলেরও মালিক পরির্তন হবে, এটাই স্বাভাবিক। পূর্বের মালিক এবং বর্তমানের মালিক এক নাও হতে পারে। তাই, এই দিক বিবেচনা করে স্ব-দায়িত্বে ঢাকাতে হোটেল ভাড়া নিবেন।

ঢাকা মোহাম্মদপুরে হোটেল ভাড়া নেওয়ার পূর্বে আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন? জাস্ট সিম্পল কিছু স্টেপ নেওয়ার মাধ্যমে আপনি আরো তুলনামূলক সচেতন হতে পারবেন। আবাসিক হোটেলে উঠার পূর্বে অবশ্যই সেই হোটেলে গত কয়েক মাসের হোস্টরি চেক করে নিবেন। লোকাল সাধারণ মানুষদের থেকে জিজ্ঞাসা করে নিবেন। এবং দাম/ভাড়া সহ খাওয়া-দাওয়া এবং ওদের রুলসগুলেঅ জেনে নিবেন। এতে করে মোহাম্মদপুরের কোনো আবাসিক হোটেলে আপনাকে ঠকতে হবে না।

ঢাকা মোহাম্মদপুর আবাসিক হোটেল নিয়ে শেষ কথা

এখন শেষ কথা বলতে আসলে একটি কথাই বলতে চাই যে, যখন আপনারা ঢাকা মোহাম্মদপুর কোনো একটি আবাসিক হোটেলে উঠবেন, তখন অবশ্যই আপনাদেরকে উপরোক্ত নিয়ম বা রুলসগুলো একটু ফলো করতে হবে। এরপর ঐ হোটেলের কি কি রুলস রয়েছে, তাদের প্রাইভেসি, তাদের রিকয়ারমেন্ট সহ ইত্যাদি বিষয়গুলো হোটেলে প্রবেশের পরেই জেনে নিতে হবে। অন্যথায়, নানা ধরনের সমস্যার মুখামুখী হতে হবে।

যাইহোক, আজকে আর না। আশা করি ঢাকা মোহাম্মদপুরের আবাসিক হোটেল সম্পর্কে জানতে পেরে আপনারা চমৎকারভাবে উপকৃত হতে পেরেছেন। যদি উপকৃতদ না হয়ে থাকেন, তাহলে দয়া নিম্নে দেওয়া কমেন্টবক্সে আপনার মূল্যবান মতামত দিন।

Leave a Comment