জমজ মেয়েদের ইসলামিক নাম

জমজ মেয়েদের ইসলামিক নাম

জমজ মেয়েদের ইসলামিক নাম দ্বারা সাধারণত কি বোঝানো হয়ে থাকে? এই ব্যাপারে অনেক স্কলারগণ ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন। তবে জমজ মেয়ে হলে সেখানে যে আলাদা তাৎপর্য রয়েছে,তেমনটা কিন্তু নয়। আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে, জমজ হলে নামের সাথে মিল রেখেই দু’জনের নাম রাখতে হবে। তাহলে তারা উভয়েই নানা রকম অশুভ শুক্তি হতে রক্ষা পাবে। বাস্তবিক অর্থে এই মতবাদের সাথে বাস্তবের কোনো রকম মিল নেই। বরং জমজ মেয়েদের ক্ষেত্রে আপনি যেকোনো দুটি ইসলামিক নাম রাখলেই হবে। এতে নির্দিষ্ট কোনো রকম তাৎপর্য নেই।

যাইহোক, মুসলিম সন্তানের ক্ষেত্রে হয-বরল ভাবে যেকোনো একটি কিউট নাম সিলেক্ট করে রাখলেই হয় না। বরং নাম রাখার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় আমাদেরকে অবশ্যই দেখতে হবে অথবা বিবেচনায় নিতে হবে। কি সেই বিষয়গুলো? চলুন জেনে নিই।

জমজ মেয়েদের নাম রাখার ক্ষেত্রে বিবেচ্য বিষয়-

  • জমজ মেয়েদের উভয় নাম ইসলামিক কি-না।
  • সিলেক্টকৃত নামগুলো অর্থ ইতিবাচক কি-না।
  • ইসলামে উক্ত নামগুলোকে কিভাবে ব্যাখ্যা করেছে।

উপরোক্ত এই তিনটি বিষয় মাথায় রেখে আমরা খুব সহজেই মুসলিম জমজ মেয়ে সন্তানদের নাম রাখতে পারি বা না রাখার সিদ্ধান্ত নিতে পারি।

তবে এখানে একটি বিষয় লক্ষ্যণীয় যে, আমাদের মাঝে অধিকাংশই ধর্মীয় নাম রাখার ক্ষেত্রে কোনো রকম জ্ঞান রাখি না। সেই ক্ষেত্রে আমাদেরকে একজন অভিজ্ঞ আলেম বা হুজুরের পরামর্শ নিতে হবে। তবে আপনাদের কষ্ট কিছুটা হলেও লাগব করতে আজকের আর্টিকেলে আমি জমজ মেয়েদের অনেকগুলো ইসলামিক নাম নিয়ে একটি তালিকা তৈরি করেছি। নিম্নে যেই নামগুলো তুলে ধরেছি, প্রত্যেকটি নাম ইসলামিক এবং অর্থবহের দিক থেকে ইতিবাচক। তাই নিম্নোক্ত নামগুলো আপনার জমজ কণ্যা সন্তানের রাখতে পারেন কোনো রকম সংকীর্ণতা ছাড়াই। আলোচনা বিলম্ব না করে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক।

জমজ মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

অর্থসহ জমজ মেয়েদের ইসলামিক নাম

আচ্ছা, এখন আমরা এমন কিছু মেয়েদের নাম সম্পর্কে জনবো, যেগুলো সম্পূর্ণভাবে ইসলামিক এবং একইসাথে জমজ মেয়েদের জন্য একদম উপযুক্ত। যাইহোক, আলোচনা বিলম্ব না করে, চলুন জেনে নিই জময মেয়েদের বেশ কিছু ইসলামিক নাম।

  • মরিয়ম  = Mariyam  = নবী ঈসা আ. এর মায়ের নাম
  • মুজাইনা  = Mujaina  = এক পুঞ্জ পুঞ্জ শুভ্র মেঘামালা
  • মুফিদাহ  = Mufidah  = উপকারী মহিলা
  • মুশতারী  = Mushtari  = একজন ক্রেতা
  • ইসমাত আবিয়াত  = Ismat Abiyat = সতী সুন্দরী স্ত্রীলোক
  • ইফফাত মুকাররামাহ  = Isfat Mukarramah = সতী সম্মানিতা
  • ইসমত  = Ismat = প্রতিরোধ / সাধুতা / সতী
  • ইজ্জত  = Ijjat = প্রতিপত্তি / সম্মান
  • ইশরত  = Ishrot = অন্তরঙ্গতা / বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
  • ইসতিনামাহ  = Istinamah = আরাম করা
  • ইফফত  = Iffot = সাধুতা / নির্মল
  • ইসতিনামাহ  = Istinamah = আরাম করা
  • ইশারাত  = Ishrat = হুকুম দেয়া / ইশারা করা
  • ইশাআ’ত  = Ishayat = আলোক রশ্মির বিকিরণ
  • জোহরা‌  ‌=‌ ‌Johra = সুন্দর‌ ‌
  • জ্যাসমিন‌ ‌= Jesmin = একটি‌ ‌জুঁই‌ ‌ফুলের‌ ‌সুবাস‌ ‌
  • জামিলা‌ ‌= Jamila = সুন্দরী।‌ ‌
  • জায়রা‌ ‌= Jayra = একটি‌ ‌গোলাপের‌ ‌চমৎকার‌ ‌প্রকৃতি‌ ‌
  • আয়েশা = Aysha =  অতি স্বচ্ছল, সমৃদ্ধশালিনী মেয়ে
  • আফরোজ = Afroj = আগুন প্রজ্জ্বলনকারী, যা আলোকিত করে
  • ইসমাত আফিয়া  = Ismat Afia =  সতী, পুণ্যবতী
  • জামীমা = Zameema =একধরণের লতার নাম
  • মুতাহাসসিনাহ =  Mutahassinh =  অতি উন্নত
  • সরাইয়া = Soryia = একই সাথে সুন্দর ও বিনয়ী।
  • সুমালিয়া = Sumalia = মুখমন্ডল সুন্দর বিশিষ্ট নারী।
  • সুজালা = Sujala = সাহসী এবং অত্যন্ত শক্তিশারী নারী।
  • শায়েলা  = Shaila =  জ্বলন্ত মোমবাতি
  • শাহামা =  Shahama =  উদার
  • শাহিরা  = Shahira  = বিখ্যাত
  • শুজাইয়া =  Shujaia  = দৃঢ় সাহসিনী
  • শুমায়ছা =  Shumaisa  = সৌর
  • মুতীআ  = Mutiah  = অতি অনুগতা
  • মাহমুদা খাতুন  = Mahmuda Khatun  = প্রশংসিতা সম্ভ্রান্ত মহিলা কেউ
  • মাহফুজা লুবনা =  Mahfuza Labana  = একজন নিরাপদ বৃক্ষ
  • মাহফুযা মোতাহারা  = Mahfuza Motahara  = নিরাপদ পবিত্রা মহিলা
  • মাশীআত =  Mashial  = ইচ্ছা পোষণ
  • জারা‌ ‌= Jara = একটি‌ ‌ফুলের‌ ‌মতো‌ ‌প্রকৃতির‌ ‌
  • জালসান‌ ‌= Jalsan = বাগান।‌ ‌
  • জালিলা‌ ‌= Jalila = একটি‌ ‌মেয়ে‌ ‌যে‌ ‌তার‌ ‌জীবনে‌ ‌অসাধারণ‌ ‌কাজ‌ ‌প্রকাশ‌ ‌করে‌ ‌
  • জাহান‌ ‌= Jahan = পৃথিবী।‌
  • আরিবা = Ahbira =  অতি সফল, বিজয়ী মেয়ে
  • আরিশা = Arisha =  ভালো কিছু সৃষ্টি করে যে
  • আতিয়া = Atia = অতি  দানকারিণী মেয়ে
  • আমীরা = Amira =  ধনবতী নারী মেয়ে
  • আশিকা = Ashika =  অতি প্রেয়সী
  • আফরিন = Afrin = অতি  মিত্রভাবাপন্না, বন্ধুসুলভ মেয়ে
  • শামিমা =  Shamima  = সুবাস
  • শাবানা =  Shabana  = মধ্য রাত্রি
  • সাবিহা = Sabiha = অত্যন্ত রূপসী।
  • সায়ীদা = Sayida = পুণ্যবতী নারী।
  • সুবাহ = Subha = প্রভাত।
  • সুফিয়া  = Sofia= এমন এক নারী যে আধ্যাত্মিক সাধন করেছে।

উপরের সবগুলো নাম নাম হলো ইসলামিক। আশা করি উপরোক্ত নামগুলো দ্বারা আপনারা ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। আচ্ছা যাইহোক, এখন আমরা আরো কিছু নাম সম্পর্কে জানবো। যেগুলো মূলত নবীদের স্ত্রীগণের নাম। অতএব, আপনারা যদি উপরোক্ত নামগুলো থেকেও কোনো একটি নাম চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে নিম্নে দেওয়া নবীগণের স্ত্রীদের নাম থেকেও যেকোনো একটি চয়েজ করতে পারেন। চলুন তাহলে সেই নামগুলো জেনে নিই।

জমজ মেয়েদের আরো কিছু ইসলামিক নাম

  • খাদিজা বিনতে খুওয়াইলিদ
  • সাওদা বিনতে জামআ
  • আয়েশা বিনতে আবু বকর
  • হাফসা বিনতে উমর
  • জয়নব বিনতে খুযায়মা
  • উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া
  • রায়হানা বিনতে জায়েদ
  • জয়নব বিনতে জাহশ
  • জুওয়াইরিয়া বিনতে আল হারিস
  • রামহাল ( উম্মে হাবীবা) বিনতে আবু সুফিয়ান
  • সাফিয়া বিনতে হুইয়াই
  • মাইমুনা বিনতে আল হারিস
  • মারিয়া আল কিবতিয়া

উপরে উল্লেখিত নামগুলো থেকে যদি আপনি আপনার জময মেয়ের জন্য নাম সিলেক্ট করতে না পেরে থাকেন, তাহলে নবীগণের স্ত্রীদের নাম থেকেও আপনি যেকোনো নাম সিলেক্ট করতে পারেন।

জমজ মেয়েদের ইসলামিক নাম নিয়ে শেষ কথা

জমজ মেয়েদের ইসলামিক নাম নিয়ে শেষ কথা

সত্যিকার অর্থে, নাম রাখার ক্ষেত্রে আপনাকে অনেকে অনেক ধরনের সাজেশন বা পরামর্শ দিতে পারে। তবে আপনার এই ক্ষেত্রে উচিত হলো একজন সত্যিকার ভালো ও অভিজ্ঞ আলেমের সাক্ষাত নেওয়া। নয়তো, একটি ভালো ইসলামিক নাম সিলেক্টের বিপরীতও হতে পারে।

তবে উপরোক্ত নামগুলো আমি ইসলামিক নাম হিসেবেই জানি। যে বিধায় এখানে তুলে ধরেছি জমজ নাম হিসেবে। এখন আপনার যদি এখান হতে কোনো একটি নাম চয়েজ/পছন্দ হয়ে থাকে, তাহলে আমি আপনাকে পার্সোনালভাবে অনুরোধ করবো যে, আপনি একজন আলেমের নিকট যান এবং নামটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

তবে যদি সম্ভব হয়, তাহলে একজন দ্বীনি ভাই অথবা হুজুর থেকে পরামর্শ নিয়ে জমজ মেয়ে সন্তানের জন্য দুটি ভালো নাম চয়েজ করুন। এই ক্ষেত্রে আমাদের উচিত নামের বাহ্যিক অবস্থার দিকে নজর না দিয়ে নামের অর্থের দিকে নজর দেওয়া। তাহলে আমরা খুব সুন্দর ও অর্থবহ একটি নাম চয়েজ করতে সক্ষম হবো। সর্বপরি, আবারও বলি, অন্ধভাবে এখান হতে নাম চয়েজ না করে, জমজ মেয়েদের জন্য ইসলামিক নামের জন্য একজন অভিজ্ঞ হুজুরের পরামর্শ নিন।

Leave a Comment