ছোট বাচ্চাদের হাতের মেহেদি ডিজাইন কেমন হবে তা আমরা অনেকে ধারনা করতে পারিনা । তবে এই ব্যাপারে আপনার ট্যানশন করার কারন নেই, কারণ আজকের আর্টিকেল আমরা শিখবো কিভাবে ছোট বাচ্চাদের হাতে মেহেদি ডিজাইন করতে হয় সেই সম্পর্কে।
আমাদের প্রত্যেকের ঘরে ছোট বাচ্চা আছে আর সেই ছোট বাচ্চাদেরকে আমরা সবাই সাজিয়ে গুছিয়ে রাখাতে পছন্দ করি। আর তারই প্রেক্ষিতে আমরা বাচ্ছাদেরকে হাতে মেহেদি ডিজাইন করে দিতে চাই। তবে আমাদের মাঝে অনেকে আছেন, যারা ভালো মেহেদি ডিজাইন করতে পারি না। যে বিধায়, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ব্যর্থ হই। তবে যেহেতু আজকের আর্টিকেলটি আমাদের ছোট বাচ্ছাদের মেহেদী ডিজাইন নিয়েই, সেহেতু চেষ্টা করবো আজকের আর্টিকেলে বাচ্ছাদের হাতের মেহেদি ডিজাইন এর ছবি সহ কিছু স্মার্ট কৌশল শেয়ার করার। তাই আপনারা মনোযোগ সহিত সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। আশা করি শিখতে পারবেন।
আরো জানুন: নখের মেহেদী কালো করার উপায় সম্পর্কে বিস্তারিত।
পাঠকদের বোঝার সুবিধার্থে প্রথমে আমরা ছবির মাধ্যমে ছোট বাচ্চাদের হাতের মেহেদি ডিজাইন দেখবো এবং আর্টিকেলের শেষের দিকে কিছু টিপস দিবো, যা ফলো করার মাধ্যমে আপনারা খুব স্মার্টলি বাচ্চাদের হাতে মেহেদি ডিজাইন করে দিতে সক্ষম হবেন। আলোচনা বিলম্বিত না করে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক।
ছোট বাচ্চাদের হাতের মেহেদি ডিজাইনের ছবি
এই পর্বে কিছু ছবির মাধ্যমে আমরা ছোট বাচ্চাদের মেহেদি ডিজাইন সম্পর্কে সংক্ষিপ্ত একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। তবে এখানে উল্লেখ্য যে, অবশ্যই আপনাদেরকে উল্লিখিত ছবিগুলো খুব ভালোভাবে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। তাহলে চলুন দেখে নিই কাঙ্খিত সেই ছবিগুলো-
উপরে মেহেদি ডিজাইন এর যে ছবিগুলো আমরা তুলে ধরেছি, এর প্রত্যেকটি ছবিই হলো বাচ্ছাদের। সুতরাং, যারা মনোযোগ সহকারে ছবিগুলো দেখেছে, আশা করি তারা এই ছবিগুলো হতে ব্যাপকভাবে উপকৃত হতে পারবে।
ছোট বাচ্চাদের মেহেদি ব্যবহারের নির্দেশনা
সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মেহেদি ব্যবহারের নির্দেশনা নিয়ে। এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে, মেহেদি ডিজাইন করার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রে আবার কিসের নির্দেশনা। সত্যিকার অর্থে ধর্মীয় এবং বিজ্ঞান ভিত্তিক অনেক নির্দেশনা রয়েছে, যেগুলো আমাদের মান্য করা অবশ্যই উচিত। এই ব্যাপারে চলুন বিস্তারিত জেনে নিই।
ইসলামি শরীয়াতে মেয়েদের মেহেদী ব্যবহারে কোনো রকম নিষেধাজ্ঞা নেই। বরং নবীজি সা: মেয়েদেরকে মেহেদি ব্যবহারে উৎসাহ প্রদান করেছেন। এক মহিলা নবীজি সা: এর স্ত্রী আম্মাজান হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহুর কাছে এসে মেহেদি ব্যবহার করার যাবে কি-না, সে বিষয়ে জানতে চাইলে নবীজি সা: তাকে মেহেদি দেওয়ার উৎসাহ দিয়েছেন।
তবে ছেলেদেরকে সাজ-সজ্জার জন্য মেহেদি দেওয়া হতে নিরুৎসাহিত করা হয়েছে। যদি কোনো পুরুষ/ছেলে অসুস্থ্যতার জন্য মেহেদি ব্যবহার করতে চায়, তাহলে সে ব্যবহার করতে পারবে। এছাড়া দাড়ি কিংবা চুলেও ব্যবহার করতে পারবে। অন্যথায় ছেলেদেরকে রং ব্যবহারে ইসলাম নিষেধ করেছে।
আবার অনেকে এটাও মনে করে যে, যদি মেয়েরা তাদের পায়ে মেহেদি ডিজাইন করে তাহলে হয়তো গুণাহ হবে। এটিও একটি ভুল ধারণা। তারা এটা মনে করে কারণ নবীজি নিজে মেহেদি মাথায় দিয়েছে, সে কারণে। তাদের যু্ক্তি এটাই। তবে এটাও জেনে রাখা ভালো যে, নবীজি তো তৈল মাথায় দিয়েছে, তবে আমরা কেন তৈল পায়ে লাগাই? আসলে শরীয়াতে মেহেদি পায়ে দিলে গুণাহ হয়, এমন কোনো কথা নেই। জাস্ট আমাদের মধ্যে একটা ভুল ধারণা।
এবার আসি বাচ্ছাদের ক্ষেত্রে। যদিও আমরা চাই আমাদের বাচ্ছাদেরকে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে রাখতে। তবে এই ক্ষেত্রে বাচ্চা যদি ছেলে বাবু হয়, তাহলে অবশ্যই মেহেদি ব্যবহার হতে দূরে থাকতে হবে। আর যদি মেয়ে বাবু হয়, তাহলে কোনো রকম দ্বিধা-সংকোচন ছাড়াই আমরা মেহেদি ব্যবহার করে তাকে ডিজাইন করে দিতে পারি। মূলত এটাই হলো মেহেদি ব্যবহারের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা।
আর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো- বাজারজাত করা মেহেদিগুলো বিভিন্ন ক্যামিকেল দ্বারা তৈরি হয়ে থাকে। সেক্ষেত্রে সেই মেহেদিগুলো বাচ্ছাদের কোমল ত্বকের ক্ষতি করতে পারে খুব সহজেই। তারপরও যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে গাছের মেহেদি পাতা বেটে ব্যবহার করতে পারি কিংবা ভালো ব্র্যান্ডের মেহেদি ব্যবহার করতে হবে।
ছোট বাচ্চাদের হাতে মেহেদি ডিজাইন নিয়ে শেষ কথা
দেখুন, ছোট বাচ্চারা স্বভাবতই একটু দুষ্টুমি করে, এটাই স্বাভাবিক। তবে যখন আপনি বাচ্চাদের হাতে মেহেদি লাগাতে যাবেন, ঠিক তখনই এরা নাড়াছাড়া করে ডিজাইনের ক্ষতি করবে। আর এই জন্য আপনারা কিছু টেকনিক অনুসরণ করতে পারেন। কি টেকনিক? বাচ্চাদের হাতে মেহেদি দেওয়ার কিছু টিপস-
- চেষ্টা করবেন ঘুমের মধ্যে বাচ্চাদেরকে মেহেদি দিতে।
- মেহেদি দেওয়ার পূর্বে তাদের পেট ভরে খায়িয়ে নিবেন।
- যতদূর সম্ভব, তাদেরকে আগে থেকেই শান্ত করার/রাখার চেষ্টা করবেন।
- মেহেদি দেওয়ার পূর্বে শিশুদের/বাচ্চাদের হাতে কিছু দিবেন না।
- সর্বপরি, দুষ্টুমি কিংবা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের মনোযোগ অন্যদিকে রাখার চেষ্টা করবেন।
উপরোক্ত টিপসগুলো আপনারা অনুসরণ করতে পারেন বাচ্চাদেরকে মেহেদি দেওয়ার ক্ষেত্রে। আর যেহেতু তাদের হাতে মেহেদি দিবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বাচ্চাদের গতিবিধি বোঝতে হবে এবং সেই অনুযায়ী তাদের হাতে মেহেদি দিতে হবে।
যাইহোক, সর্বপরি বলতে চাই আপনারা অবশ্যই উপরোক্ত ইসলামি নির্দেশনা মান্য করার চেষ্টা করবেন। কেননা, আপনার শখ যেন গুণাহের কারণ হয়ে না দাঁড়ায়। সামগ্রিকভাবে বলতে পারি যে, ছোট বাচ্চাদের হাতের মেহেদি ডিজাইনকৃত টিপস এবং ছবিগুলো দ্বারা আপনারা ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন। আজ আর নয়, পরবর্তী অন্য আর্টিকেলে আপনাদের সাথে পুনরায় কথা হচ্ছে।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।