ঘনের সূত্র, সেটা আবার কি? মূলত বীজগাণিতীয় অংকে বর্গের পরপরই ঘন নির্ণয়ের সূত্রের কথাগুলো আসে। একজন মেধাশীল ও গণিত সচেতন ছাত্র-ছাত্রীদের কাছে ঘনের সূত্র অনেক মূল্যবান। এবং অধিকাংশ তাদের স্মৃতিতে এইসব সূত্র মনে রাখে।
যাইহোক, আলোচনা বেশি বিলম্বিত না করে চলুন আমরা জেনে নিই ঘনের সূত্র এবং এরপর দেখবো এসব সূত্রের বাস্তবিক প্রয়োগ। অর্থাৎ কিভাবে ঘনের অংকগুলো সূত্র ব্যবহার করে করতে হয়, সেটা ভিডিও আকারে দেখবো।
ঘনের ৫টি সূত্র
আমরা যারা মোটামোটি বীজগণিত সম্পর্কে জানি, তারা মূলত সবাই কম-বেশি ঘনের অংকের কথা শুনেছি। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই জানি না ঘনের সূত্রগুলো এবং তাও জানি না যে, কিভাবে এই অংকগুলো করতে হয়। সার্বিকভাবে ঘনের সর্বমোট ৫টি সূত্র রয়েছে। আর সেগুলো আপনি আয়ত্তে করতে পারলে খুব সহজেই ঘনের অংকগুলো করতে পারেন। ঘনের সূত্রগুলো হলো-
মান নির্ণয়ের সূত্রের মতো করে উপরে দেওয়া ছবিতে আমি ঘন নির্ণয়ের সবগুলো তথা পাঁচটি সূত্রই তুলে ধরেছি। এখান হতে আপনারা আপনাদের নোট খাতায় কিংবা মুখস্ত করে ফেলতে পারেন। যাইহোক, যেহেতু আমাদের সূত্র শিখা শেষ, এবার চলুন আমরা ভিডিও এর মাধ্যমে ঘণের সূত্র শিখার পাশাপাশি কিভাবে সূত্র প্রয়োগ করে অংক করতে হয়, সে সম্পর্কে জানি। তাই আপনারা নিম্নোক্ত ভিডিওটি দেখুন-
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।