গুলিস্তান আবাসিক হোটেল ভাড়া অন-অ্যাভারেজ কত হয়, তা নিয়ে অনেকেই শঙ্কায় থাকে। পাঠকদের এই শঙ্কা কিছুটা লাঘব করতেই আজকের আর্টিকেল। মূলত আজকের আর্টিকেলে আমরা গুলিস্তানে থাকা সবগুলো আবাসিক হোটেলের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ ভাড়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো।
আরো জানুন: আব্দুল্লাহপুর আবাসিক হোটেল এবং ঢাকা ফার্মগেট আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত।
তবে এখানে উল্লেখ্য যে, এখানে পাওয়া তথ্যগুলো জাস্ট আর্টিকেল লিখার সময়কার তথ্যের উপর ভিত্তি করেই লিখা। আপনারা এই ক্ষেত্রে আপনাদের মতো করে যাচাই-বাচাই করে নিবেন। যাইহোক, আলোচনা বিলম্ব না করে চলুন গুলিস্তান আবাসিক হোটেল ভাড়া সহ বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিই।
গুলিস্তান আবাসিক হোটেলের তালিকা
আর্টিকেলের এই পর্বে আমরা গুলিস্তানের যত ধরনের আবাসিক হোটেল রয়েছে, সবগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। দেখুন, এখানে আমি যে সমস্ত তথ্যগুলো শেয়ার করেছি, সবগুলোই হলো অনলাইন নির্ভর তথ্য। তাই আপনার অবশ্যই উচিত যে, গুলিস্তানের কোনো হোটলের উঠার পূর্বে সেই সম্পর্কে বিস্তারিত পূর্ব থেকে জেনে নেওয়া। এই ব্যাপারে আমি নিম্নে আরো বিস্তারিত বলেছি। যাইহোক, চলুন দেখে নিই গুলিস্তানে থাকা আবাসিক হোটলের নাম সমূহ-
গুলিস্তান আবাসিক হোটেল | ঠিকানা/মোবাইল নাম্বার |
Hotel Baitus Samir International | Address: 155 North South Road, Dhaka 1000 Mobile: 01748009650 |
Hotel Al-Mansur | Address: 64, Bangobandhu Avenue, Gulistan Rd, Dhaka 1000 Mobile: 01724235353 |
Hotel Al Rasel (Residential) ~ Kaptan Bazar | Address: 23, Momtaj Mansion, Kaptan Bazar, Wari, Dhaka 1203 Mobile:……………. |
Shadman hotel international | Address: 165 Nawabpur Rd, Dhaka Mobile: 01315681464 |
Hotel Afrin Abasik3 | Address: 11, Siddique Bazar, North South Road, Dhaka 1000 Mobile: 01716382955 |
উপরে যে আবাসিক হোটেলের তালিকাটি আমরা দেখেছি, তার সবগুলোই গুলিস্তানে অবস্থিত। তবে এখানে স্পেশালভাবে আমার কিছু টিপস রয়েছে। সেগুলো কি? নিম্নের পার্টে আমি সেগুলো তুলে ধরেছি। জাস্ট আপনারা এগুলো মনোযোগ সহকারে পড়ুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন।
গুলিস্তান আবাসিক হোটেল ভাড়া করার নির্দেশনা
এই পর্বতে দেওয়া তথ্যগুলো শুধু গুলিস্তান নয় বরং ঢাকা সহ বাংলাদেশের যে জায়গাতেই যান না কেন, সেখানেই আপনাকে মান্য করতে হবে। অন্যথায় আপনাকে নানা রকম সমস্যায় পতিত হতে হবে। যাইহোক, চলুন জেনে নিই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা, যেগুলো কোনো আবাসিক হোটেল ভাড়া করার পূর্বে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।
এর মধ্যে প্রথমটি হলো কোনো হোটেল ভাড়া করার পূর্বে অবশ্যই আপনাকে ঐ এলাকা সম্পর্কে মোটামোটি হলেও একটু ধারণা থাকতে হবে। এর দেখবেন সেখানের লোকাল অবস্থা।
উপরের দু’টি বিষয় খাপ খাওয়াতে না পারলেও এখন যে পয়েন্টগুলো আপনাকে বলবো, সেগুলো অবশ্যই মানতে চেষ্টা করবেন। এর মধ্যে প্রথমটা হলো হোটেল ভাড়া করার পূর্বে অবশ্যই লোকাল ভাবে ঐ হোটেল সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন। যখন আপনি বিস্তারিত ঐ হোটেল সম্পর্কে জেনে নিবেন, তখন মোটামোটি হোটেল নিয়ে আর কোনো রকম কনফিউশান থাকবে না। তবে একাধিক জায়গায় বিস্তারিত জানার চেষ্টা করবেন।
দ্বিতীয়ত, হোটেল কাউন্টারে হোটেলের ভাড়া সহ যাবতীয় যত চার্জ আছে, সব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন। এর হোটেল ম্যানেজার থেকে জেনে নিবেন সেখানে কোনো হিডেন চার্জ আছে কি-না। যখন এই সম্পর্কে আপনি বিস্তারিত জেনে নিবেন, তখন মোটামোটি আপনি সেখানে সেইফ।
আশা করি এখন হতে আপনি বাংলাদেশ সহ পৃথিবীর যেখানেই আবাসিক হোটেল ভাড়া করতে যাবেন, সেখানে উপরোক্ত রুলসগুলো মান্য করার চেষ্টা করবেন। আর এগুলো মান্য করার মাধ্যমে আপনি পৃথিবীর সব জায়গাতেই কোনো রকম ঝামেলা ছাড়াই হোটেল ভাড়া করতে সক্ষম হবেন।
গুলিস্তান আবাসিক হোটেল ভাড়া নিয়ে শেষ কথা
এখন আপনারা অবগত আছেন গুলিস্তান আবাসিক হোটেল সহ ভাড়া সম্পর্কে। এছাড়াও অবগত রয়েছেন যে, একটি হোটেল ভাড়া করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো সম্পর্কেও। যাইহোক, আপনি যদি ঢাকা শহরের গুলিস্তান হঠাৎ গিয়ে সেখানে একটি ভালো আবাসিক হোটেল খুঁজে থাকেন, তাহলে আপনাকে মোটামোটি একটু বেভাচেকা খেতে হবে। কেননা, সেখানের পরিবেশ সহ বহুমুখী ভবনের কারণে আপনি সেখানে গিয়ে রাস্তা-ঘাট ভুলে যেতে পারেন।
তবে আপনাকে যেহেতু আমরা লোকেশন সহ মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, সেহেতু আপনারা খুব সহজেই সেখানে উল্লেখিত আবাসিক হোটেলগুলোর ঠিকানা পেয়ে যাবেন। যাইহোক, সরাসরি হোটেলগুলোতে যাওয়ার পূর্বে উপরে দেওয়া মোবাইল নাম্বারগুলোতে ফোন দিয়ে কনফার্ম হয়ে নিবেন। এতে করে আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আজ আর নয়, আশা করি নতুন আরেকটি আর্টিকেলে আপনাদের সাথে পুনরায় কথা হবে। এতোক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।