কোন মেহেদী রং সবচেয়ে ভালো?

কোন মেহেদী রং সবচেয়ে ভালো

মেহেদী প্রেমী মানুষদের নিকট কমন একটি প্রশ্ন হলো কোন মেহেদী রং সবচেয়ে ভালো। যদিও এর যথাযথ উত্তর তাঁরা ইন্টারনেট থেকে পেতে বেশ বেগ পেতে হয়। যাইহোক, আপনাদের এই কমন প্রশ্নের উত্তরটি দেওয়ার পূর্বে আমরা বেশ কিছু সংখ্যক মেহেদী নিয়ে রিসার্চ করেছি এবং বাস্তবিক জীবনে তা প্রয়োগ করেছি। আর তারই প্রেক্ষিতে আজকের আর্টিকেলে আমরা আপনাদের নিকট জাস্ট ৩-৪টি মেহেদী সাজেস্ট করবো, যেগুলোর রং তুলনামূলক বেশ ভালো।

আরো পড়ুন: নখের মেহেদী কালো করার উপায় সম্পর্কে।

দেখুন, মেহেদী কে-না ভালোবাসে? ছোট হতে বড় প্রায় সবাই মেহেদী হাতে-পায়ে দেওয়াতে খুব আনন্দবোধ করে। পাশাপাশি মেহেদী দেওয়ার মধ্যে প্রতিযোগিতাও কাজ করে। আর সেই প্রতিযোগিতা হয় সাধারণত ২টা জিনিসের উপর। একটি হলো মেহেদী ডিজাইন এবং অন্যটি হলো মেহেদীর পারপেক্ট রং।

আপনারা লক্ষ্য করলে দেখবেন যে, অনেক দামী দামী মেহেদী রয়েছে কিন্তু রং গাঢ় না। অর্থাৎ, ঐ মেহেদীগুলো জাস্ট নামের উপর ভিত্তি করে বাজারে জনপ্রিয় হয়ে গেছে এবং দামেও সবাইকে ছাড়িয়ে গেছে। আর সেই কারণে আপনাদেরকে কিছুটা সহায়তা করতেই আজকের আর্টিকেলে বাস্তবিক জীবনে প্রয়োগের মাধ্যমে জাস্ট ৩-৪টি মেহেদীর নাম উল্লেখ করবো, যেগুলো রং সবচেয়ে ভালো। আলোচনা বিলম্ব না করে চলুন জেনে নিই।

৪টি ভালো রং এর মেহেদী

৪টি ভালো রং এর মেহেদী

আমাদের বাজারের কমন কয়েকটি মেহেদী নাম হলো মমতাজ মেহেদী, স্মার্ট, রাঙ্গাপরি মেহেদী, শাহজাদী মেহেদী, লিজান মেহেদী, এলিট মেহেদী, নিহা মেহেদী, জয়া মেহেদী, আলমাস, কাবেরী মেহেদী সহ ইত্যাদি আরো অনেক ধরনের মেহেদী রয়েছে। যেগুলোর মধ্যে কিছু মেহেদীর রং অনেক ভালো এবং কিছু  মেহেদী রয়েছে, যেগুলোর রং তুলনামূলক অনেক খারাপ অথবা কম। যাইহোক, এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে, তাহলে কোন মেহেদীর রং সবচেয়ে ভালো? রং এর দিক থেকে সবচেয়ে ভালো মেহেদীর নাম হলো- কাবেরী মেহেদী, নিহা মেহেদী, লিজান মেহেদী ও স্মার্ট মেহেদী। মূলত রং এর কার্যকারীতার দিক থেকে এই চারটি মেহেদী খুব ভালো।

আশা করি এখন আর আপনার মধ্যে মেহেদীর রং নিয়ে কোনো রকম প্রশ্ন নেই। কেননা, উপরে আমি প্রথমে অনেকগুলো মেহেদীর নাম তুলে ধরেছি। এবং এরপর সেই মেহেদীগুলো থেকে নির্দিষ্টভাবে কোন মেহেদীর রং ভালো, সেগুলোকে উল্লেখ করেছি।

যাইহোক, এখন আপনি যদি রং এর দিক বিবেচনা করে বাজার থেকে মেহেদী ক্রয় করতে চান, তাহলে আমি সার্বিকদিক বিবেচনা করে কাবেরী মেহেদীকে কিনতে উৎসাহ দিবো। কেন? শুধুই কি রং এর কারণে? এর উত্তর হলো ‘না’।

দেখুন, বাজারের সব মেহেদীই কিন্তু ভালো একটা রঙ্গের ভাব এনে দিতে পারে। কিন্তু কোন মেহেদী আপনাকে রং এর স্থায়ীত্বের গ্যারান্টি দিতে পারে? কোন মেহেদী আপনার ত্বকের কোনো রকম ক্ষতি করবে না? কোন মেহেদীর রং দেখতে সুন্দর? এই বিষয়গুলোর উপর বিবেচনা করলে কাবেরী মেহেদী তুলনামূলক অন্য সকল মেহেদী থেকে অনেক এগিয়ে। আশা করি এখন আপনি বোঝতে সক্ষম হয়েছেন যে, কেন আমি কাবেরী মেহেদীকে ক্রয় করতে উৎসাহ প্রদান করছি।

মেহেদী রং নিয়ে শেষ কথা

মেহেদী রং নিয়ে শেষ কথা

আপনি বাজারে গেলেন আর দোকানদারকে বললেন, ‘একটি মেহেদী দিন, যার রং ভালো’। দোকানদারও আপনাকে আনকমন বা কমন একটি মেহেদী হাতে দিয়ে দিল। আপনি তো মহা খুশী যে, আপনার নিকট রয়েছে সবচেয়ে ভালো রং বা কালার ধরার মেহেদী। আচ্ছা, এটা কি আধোও ঠিক ধারণা আপনার?

উত্তর হ্যাঁ বা না দু’টিই হতে পারে। তবে আমি আপনার আলোচনা বা যুক্তিতে যাচ্ছি না। জাস্ট আমার দেওয়া বিবেচ্য দিকগুলো তুলে ধরছি। আমি জানি যে, আমার দেওয়া ভালো মেহেদীগুলো আপনার নিকট ভালো নাও হতে পারে তবে উপরে দেওয়া আমার যুক্তিগুলো দেখতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো যুক্তি ভালো না লেগে থাকে, তাহলে কমেন্ট করতে পারেন অথবা ‘কন্টাক্ট আচ’ পেজ ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সর্বপরি বলতে চাই যে, আপনি যদি আপনার ত্বকের ব্যাপারে সচেতন হোন এবং সত্যিকার অর্থে ভালো একটি রং পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমার দেওয়া গাইড অন্তত একবার অনুসরণ করতে পারেন। আশা করি উপকৃত হতে পারবেন।

Leave a Comment