কম দামে ভালো পাওয়ার ব্যাংক

কম দামে ভালো পাওয়ার ব্যাংক

কম দামে ভালো পাওয়ার ব্যাংক পেতে আমরা সবাই চাই। কিন্তু আমাদের বাজেটের সাথে সামঞ্জস্য  রেখে কোন পাওয়ার ব্যাংকটি ভালো হবে, সেটি জানি না। ব্যাপার না, আজকের আর্টিকেলে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানবো। জাস্ট, এই ক্ষেত্রে আমাদেরকে পাওয়ার ব্যাংক নিয়ে কয়েকটি বিষয় বেশ ভালোভাবে বোঝলেই হবে। পাওয়ার ব্যাংক নিয়ে ডিটেইলস জানতে হবে না।

আপনাকে আমি একটি প্রশ্ন করি, এক্সেক্টলি কত টাকার মধ্যে আপনি পাওয়ার ব্যাংক ক্রয় করতে চাচ্ছন? অর্থাৎ,পাওয়ার ব্যাংক ক্রয় করার ক্ষেত্রে আপনার বাজেট কত? আচ্ছা, আপনার উত্তর যাই-হোক না কেন, আজকের আর্টিকেলে আমি ১০০ টাকা হতে শুরু করে ২০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো পাওয়ার ব্যাংকগুলোকে সাজেস্ট করবো। পূর্বের আর্টিকেলে আমরা ৫০০ টাকার মধ্যে পাওয়ার ব্যাংক সম্পর্কে বিস্তারিত জেনেছি উদাহরণ সহ।

তবে এটা শিউর থাকতে পারেন যে, গণহারে সব ধরনের পাওয়ার ব্যাংক সাজেস্ট করবো না অবশ্যই। কম দাম হবে কিন্তু কোয়ালিটি ও টেকসই এর দিক থেকে হবে তুলনামূলক অনেক ভালো। যাইহোক, আলোচনা বিলম্ব না করে চলুন দেখে নিই কম দামে ভালো পাওয়ার ব্যাংকগুলো।

কম দামে ০৭ টি ভালো পাওয়ার ব্যাংক

কম দামে ০৭ টি ভালো পাওয়ার ব্যাংক

যেহেতু আজকের আর্টিকেলটি মূলত কম দামের পাওয়ার ব্যাংক নিয়ে, তাই আমি চেষ্টা করবো প্রথমে কম দামের মধ্যে থাকা সবচেয়ে ভালো পাওয়ার ব্যাংকগুলোকে তুলে ধরার। এরপর বাজেট যাদের মোটামোটি একটু বেশি, তাদের জন্য কিছু পাওয়ার ব্যাংক তুলে ধরেছি। আশা করি আজকের আর্টিকেলে মাধ্যমে পাওয়ার ব্যাংক ক্রয় করার ক্ষেত্রে যাদের বাজেট একদম কম, তারা উপকৃত হবে। সেই সাথে যাদের বাজেট তুলনামূলক বেশি, তারাও উপকৃত হবে। যাইহোক, মূল আলোচনায় যাওয়া যাক। ব্যক্তিগতভাবে আমি কম দামের মধ্যে যে ৭টি পাওয়ার ব্যাংক সাজেস্ট করবো, সেগুলো হলো-

15000 mAh Faster & Mini Power Banks

কম দামের পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে আমাদের লিস্টের প্রথমে রয়েছে স্যামসাং এর ১৫০০০ হাজার MAH এর সবচেয়ে ফাস্টার এবং মিনি পাওয়ার ব্যাংক। এটি একটি পকেট পাওয়ার ব্যাংক। তবে পাওয়ার বা চার্জিং এর ক্ষমতার দিক দিয়ে এটি বেশ এগিয়ে। যে কোনো মোবাইল ডিভাইসকে মূহর্তেই চার্জ দিতে সক্ষম এটি। কমপেক্ট এবং পোর্টেবল ডিজাইনের কারণে খুব তাড়াতাড়ি চার্জের পাশাপাশি আপনি ট্রাভেলিং কিংবা ভ্রমণে সহজে এটিকে নিয়ে যেতে পারেন। এবং মোবাইল ফোনের পাশাপাশি আপনার ট্যাবলেট সহ ইউএসবি টাইপ সব ধরনের ডিভাইসে এটি সাপোর্ট করবে। যেমন আপনি এটি দিয়ে গরমে ছোট ফ্যানগুলো চালাতে পারেন অনায়াসে।

3600mAh Power Bank 5V 1A USB Output Micro USB Charging Port LED Torch

কম দামে ভালো পাওয়ার ব্যাংক হিসেবে ৩৬০০ এমএএইচ এর এই পাওয়ার ব্যাংকটি দুর্দান্ত। পিংক কালারের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে অনেকগুলো ফিচার, যা দাম অনুযায়ী মারাত্মকভাবে এগিয়ে। কি কি ফিচার? প্রথমত এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছি ৩৬০০ এমএএইচ এর একটি সুপার ব্যাটারি। যা দিয়ে আপনারা ২২০০ এমএএইচ এর মোবাইলকে অনায়াসেই ১০০% চার্জ কয়েকবার করে নিতে পারবেন। পাশাপাশি, এতে ছোট ছোট এলইডি লাইট থাকায় আপনার দৈনন্দিন চলাচলে এটা ভালো প্রভাব ফেলতে পারে। এছাড়াও চার্জিং পোর্ট মাইক্রা ইউএসবি হওয়াই খুব ভালো ভাবেই চার্জ দিতে পারবেন। চার্জ হতে এই পাওয়ার ব্যাংকটি খুব কম সময় নেয়। এইসব ফিচারের এই পাওয়ার ব্যাংকটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩২০-৩৫০ টাকা মাত্র। অবশ্যই ক্রয় করার সময় এক্সট্রা সতর্কতা অবলম্বণ করতে হবে।

Remax RPP-96 Lango Series Dual USB Ports 10000mAh 2.4 Power Bank

পাওয়ার ব্যাংক এর জগতে বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি ব্র্যান্ড হলো রিমেক্স (Remax) ব্র্যান্ড, যেটা অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে নিত্যনতুন নানা ধরনের পাওয়ার ব্যাংক মার্কেটে নিয়ে আসে। তার মধ্যে রিমেক্স কম দামের মধ্যে কয়েকটা পাওয়ার ব্যাংক মডেল নিয়ে এসেছে। আপনারা যারা কম দামের মধ্যে কিন্তু ভালো একটি পাওয়ার ব্যাংক চাচ্ছেন, তাদের জন্য এই রিমেক্সের এই মডেলটি বেশ উপযোগী মনে করি। কেন? কারণ দামের উপর ভিত্তি করে রিমেক্স যে ফিচারগুলোর সুবিধা আমাদেরকে দিচ্ছে, অন্য পাওয়ার ব্যাংকগুলো এর ধারে কাছেও নেই। কি কি ফিচার? প্রথমে এর ব্যাটারির কোয়ালিটি ও ব্যাকআপ সম্পর্কে জানা যাক। এই মডেলের পাওয়ার ব্যাংকগুলোতে আপনি পেয়ে যাবেন ১০০০০ এমএএইচ এর একটি ব্যাটারি এবং সেই সাথে দুইটা ইউএসবি পোর্ট থাকবে। যেকোনো একটি স্মার্টফোন অনায়াসে কয়েকবার ফুল চার্জ করতে সক্ষম হবেন। সেই সাথে চার্জ কতটুকু আছে বা হচ্ছে, তার জন্য এলইডি ইন্ডিকেটর রয়েছে এর সাথে। একই সময়ে দুটি ফোন আপনারা চার্জ দিতে পারবেন। এখন হয়তো বলতে পারেন যে, রিমেক্স এর এই মডেলের পাওয়ার ব্যাংকটির দাম কত? এর দাম হলো বর্তমান বাজার দাম হলো মাত্র ৭৫০-৮০০ টাকা। সত্যিকার অর্থে পাওয়ার ব্যাংক এর দাম অনুযায়ী এর অনেক ফিচার পাচ্ছেন খুব কমেই।

Remax RPP 119 10000mAh Power Bank Dual Output Fast Charging

রিম্যাক্স বা রিমেক্স এর আরেকটি সিরিজ হলো এই ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংকটি। এর আগের পাওয়ার ব্যাংক সেকশনে বলেছিলাম যে, পাওয়ার ব্যাংক এর জগতে রিম্যাক্স বেশ অনেকদূর এগিয়ে রয়েছে। জনপ্রিয়তার দিক থেকে কম দামি এবং বেশি দামি যে পাওয়ার ব্যাংকই বলেন না কেন, রিম্যাক্স সব জায়গাতেই আছে। কম দাম এবং ভালোর মধ্যে রিম্যাক্সের এই পাওয়ার ব্যাংকটি এক কথায় অসাধারণ। আপনি দুটি পোর্ট পাচ্ছেন এটির সাথে। যে বিধায় খুব সহজেই এক সাথে দুটি ফোনকে চার্জ করতে পারবেন। সেই সাথে ১০০০০ হাজার এমএএইচ এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি আপনাকে এক চার্জে অনেকক্ষণ ব্যাকআপ দিবে। যেহেতু লিথিয়াম পলিমার ব্যাটারি, সেহেতু ব্যাটারির ব্যাকআপের ব্যাপারে আর কিছু না বললেও বোধহয় হয়। তবে এটি অনেক লাইটওয়েট। অর্থাৎ, এর টোটাল ওজন হলো ২৫৫ গ্রামের মতো। অনায়াসে ভালো ও উচ্চ ক্ষমতাসম্পন্ন স্মার্টফোনকে কয়েকবার সম্পূর্ণ চার্জ করতে পারবেন। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে, এটির বাজার দাম কত? বর্তমানে এটির বাজার দাম হচ্ছে ৮৯৯ টাকা মাত্র। আসলে এতো কম দামের মধ্যে এতো ভালো ভালো ফিচার সহ লিথিয়াম পলিমার ব্যাটারি সম্পূন্ন পাওয়ার ব্যাংক পাওয়া খুব দুসাধ্য ব্যাপার। আশা করি পাওয়ার ব্যাংকটি ক্রয় করে কোনো ভাবেই লসে পড়বেন না।

Xiaomi Mi 10000 Mah Power Bank Master Copy

কম দামে ভালো পাওয়ার ব্যাংক এর পঞ্চম লিস্টে আমি Xiaomi পাওয়ার ব্যাংকটিকে রেখেছি। কেন? সত্যিকার অর্থে এর অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো এটি উপরের দেওয়া পাওয়ার ব্যাংক হতে তুলনামূলক একটু দামি। তবে কোয়ালিটি ও স্ট্যাবিলিটির দিক দিয়ে উপরেরগুলো থেকে সবচেয়ে এগিয়ে। যদিও এটির পূর্বের দাম ছিল প্রায় ৭৯৯ টাকা। তবে বর্তমানে এটির দাম দাঁড়িয়েছে প্রায় ৯০০+ টাকা। এর একটি দুঃখজনক বিষয় হলো আপনি এটিকে সব দোকান বা মার্কেটে খুঁজে পাবেন না। কেননা, এটির কার্যকারিতা সম্পর্কে কম মানুষই জানে আর কম মানুষেই ক্রয় করে। যাইহোক, ১০০০০ হাজার এমএইচ ব্যাটারি সম্পন্ন এই পাওয়ার ব্যাংকটিকে আপনারা দু’টি পোর্টের মাধ্যমেই চার্জ দিতে পারবেন। লিথিয়ামন পলিমার ব্যাটারি হওয়ায়, খুব সহজেই আপনারা এক চার্জে কয়েকবার আপনার স্মার্টফোন/মোবাইল ফোনকে চার্জ করতে পারবেন।

এছাড়াও ওজনে তুলনামূলক হালকা হওয়ায় আপনি যেকোনো জায়গায় ভ্রমণে এটিকে সঙ্গে নিয়ে যেতে পারেন। মোবাইলের দিক থকে এই পাওয়ার ব্যাংকটির ফুল চার্জ দিয়ে আপনি একটি Xiaomi মোবাইলকে ২বার এবং আইফোন (iPhone) কে একবার চার্জ দিতে পারবেন। তাহলে এর পার্থক্য অন্য পাওয়ার ব্যাংকগুলো হতে কেমন, তা আশা করি বোঝতেই পারছেন। যাইহোক, আপনি যদি একজন ট্রাভেলার হোন, তাহলে আপনি ওজনের দিক বিবেচনা করে Xiaomi এই পাওয়ার ব্যাংকটিকে চয়েজ করতেই পারেন।

Remax RPP-96 Lango Series Dual USB Ports 10000mAh Power Bank

কম দামে পাওয়ার ব্যাংক কিনতে চাইলে Remax এর এই সিরিজের পাওয়ার ব্যাংকগুলোও ক্রয় করতে পারেন। মোটামোটু একদম সুলভ মূল্যেই পাচ্ছেন এই পাওয়ার ব্যাংকটি। মার্কেট প্রাইজ একটু বেশি। তবে আপনি দারাজ (Daraz) থেকে খুব কমেই ক্রয় করতে পারেন। অনলাইনে আপনি ৪৫০-৯০০ টাকার মধ্যেই কম দামে এই ভালো পাওয়ার ব্যাংকটি পেয়ে যেতে পারেন। রিমেক্সের মধ্যে এই পাওয়ার ব্যাংকটিও অনেক ভালো।

এটির প্রধান ফিচার হলো এই পাওয়ার ব্যাংকটি ১০০০০ হাজার এমএএইচ এর এবং লিথিয়ান আয়ন ব্যাটারি দিয়ে তৈরি। সেই সাথে আপনি পেয়ে যাবেন আরেকটি প্রিয়াম ফিচার, সেটি হলো একসাথে দুটি মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। মোবাইল চার্জের ক্ষেত্রে ফাস্ট চার্জিং এর অপশনটিও পাবেন। সুতরাং, ৮৫০ এর মধ্যে এবং এতো কম দামে এতো ভালো পাওয়ার ব্যাংক পাওয়া আধোও সম্ভব কি-না, তা আমার জানা নেই। আপনার জানা-শুনা যদি এই দামে কোনো পাওয়ার ব্যাংক থাকে, তাহলে দয়া করে নিম্নে কমেন্ট করে জানিয়ে দিন।

FAST CHARGING POWER BANK WITH MOBILE HOLDER

ব্যক্তিগত ভাবে আমি FAST CHARGING POWER BANK টি কে পছন্দ করেছি। কেন? এর কিছু ইউনিক ফিচার সহ কমন কিছু ফিচারের কারণে। অন্য সকল পাওয়ার ব্যাংকের ন্যায় এটিতেও রয়েছে শক্তিশালী একটি লিথিয়ান আয়ন পলিমার ব্যাটারি। যারা ক্ষমতা ৫০০০ এমএএইচ। তবে অন্য পাওয়ার ব্যাংক ৮০০০+ এমএএইচ যে ব্যাকআপ দিবে, এটি একাই তা ৫০০০ হাজার এমএএইচ এর মাধ্যমে দিতে সক্ষম। যাইহোক, কম দামের মধ্যে এই পাওয়ার ব্যাংক এর যে ফিচারটি আমার নিকট সবেচেয় ভালো ও আকর্ষণীয় লেগেছে, সেটি হলো এটির সাথে মোবাইল হোল্ড করার বা আটকে রাখার জন্য একটি ভালো ফিচার তারা এড করেছি। এটিকেই আমি সবেচেয় বেশি প্রাধান্য দিয়েছি আজকের আর্টিকেলে। আর সেজন্যই এটিকে এখানে লিস্ট আউট করেছি। বর্তমানে এটির বাজার মূল্য হলো ১২৮০-১৩৫০ অবধি।

যাইহোক, যারা যারা কম দামের মধ্যে ভালো এবং লাইট ওয়েট পাওয়ার ব্যাংক খুঁজেছেন, তারা এই ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংকটিকে চয়েজ করতে পারেন। আশা করি এই পাওয়ার ব্যাংকটি ক্রয় করার পর আপনারা ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন।

কম দামে ভালো পাওয়ার ব্যাংক নিয়ে শেষ কথা

কম দামে ভালো পাওয়ার ব্যাংক নিয়ে শেষ কথা

দেখুন, কম দামে ভালো পাওয়ার ব্যাংক পাওয়া বেশ টাপ ব্যাপার। তারপরও নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এই আর্টিকেলে আমি টোটাল ০৭টি উন্নত ও ভালো মানের পাওয়ার ব্যাংক তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, আপনি যদি আমার সাজেস্টকৃত পাওয়ার ব্যাংকগুলো হতে কোনো একটি ক্রয় করেন, তাহলে ব্যাপকভাবে উপকৃত হতে পারবেন।

সর্বপরি বলতে চাই যে, আপনার নিজের নিকট যদি আরো ভালো ও নির্ভর করা যায় এমন উন্নত মানের পাওয়ার ব্যাংক সম্পর্কে অথেনটিক সোর্স থাকে বা নাম থাকে, তাহলে দয়া করে নিম্নে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। অথবা আমার সাজেস্ট করা পাওয়ার ব্যাংক যদি আপনি ইতিমধ্যে ব্যবহার করে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা নিয়ে কমেন্টে একটি রিভিও কমেন্ট করুন। এতে করে আমাদের পাঠকদ্বয় বেশ ভালোভাবে উপৃকত হতে পারবে। যা্বহোক, আজকের আর নয়, আশা করি আগামীর পথ চলা সুদৃঢ় হবে।

Leave a Comment