ওয়ালটন সার্ভিস সেন্টার চট্টগ্রাম

ওয়ালটন সার্ভিস সেন্টার চট্টগ্রাম

ওয়ালটন সার্ভিস সেন্টার চট্টগ্রাম, এই লিখাটি লিখে গুগলে শত শত সার্চ করে চট্রগ্রামবাসী। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কাঙ্খিত তথ্যটি আমরা পাই না। যাইহোক, আপনাদের সুবিধার্থে নিম্নে আমি চট্টগ্রামের মধ্যে বিদ্যমান ওয়ালটনের বেশ কিছু সার্ভিসিং সেন্টারের নাম লোকেশান সহ তুলে ধরেছি। আশা করি উল্লেখিত তথ্যগুলো আপনাদের নিকট উপকারী তথ্য হিসেবে কাজ করবে।

চট্টগ্রামে থাকা ওয়ালটন সার্ভিসিং সেন্টার এর তালিকা

চট্টগ্রামে থাকা ওয়ালটন সার্ভিসিং সেন্টার এর তালিকা

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কোয়ালিটি প্রোডাক্টের পাশাপাশি তাদের সার্ভিসকেও করেছে কোয়ালিটিফুল। ক্ষেত্রে ভেদে তাদের সার্ভিস কিছুটা ভুল-ক্রটির মধ্য দিয়ে যেতে পারে, তবে অধিকাংশ তাদের সার্ভিস বেশ ভালো ও কোয়ালিটিফুল। লক্ষ্য করলে দেখবেন যে, গ্রাম-শহরের অনেকেই আমরা ওয়ালটন পণ্য বা প্রোডাক্ট ব্যবহার করে থাকি, কিন্তু তাদের সার্ভিস সেন্টার সম্পর্কে এতো ডিটেইলস জ্ঞান রাখি না। ঠিক তেমনি আমরা যারা চট্টগ্রামে থাকি, আমাদের মধ্যে ওয়ালটন ইউজারদের মধ্যে অধিকাংশই জানি না যে, চট্টগ্রামের কোথায় ওয়ালটন সার্ভিস সেন্টার। তবে চিন্তার কোনো কারণ নেই। আমি চট্টগ্রামের মধ্যে থাকা ওয়ালটনের সকল সার্ভিসিং সেন্টারের তালিকা নিম্নে বিস্তারিত বর্ণনা করেছি। আলোচনা বিলম্ব না করে চলুন দেখে নিই-

সার্ভিসিং সেন্টারের নামলোকেশনমোবাইল নাম্বার
Walton Service Management system, ChittagongHalishahar Rd, Chattogram01678-048848
Walton Service Point, Oxygen392 Chittagong – Rangamati Hwy, Chattogram01678-028828
Walton Exclusive Center8RPH+5WW, Station Rd, Chattogram01813-703907
WALTON MOBILE CARE8RH6+HVJ, Chattogram01910-952727
Walton8RH3+G5H, Chattogram 410001722-965892
Walton Smart Zone#421, 3rd floor, Singapore Bangkok Market01616-444139
Walton Service Management SystemPatiya01686-693698
Walton Plaza545, Sikandar Bhavan Dewanhat, Sheikh Mujib Rd, Chattogram 410001678-028074

উপরে দেওয়া তথ্যগুলোর সবগুলোই হলো ওয়ালটন সার্ভিস সেন্টার, চট্টগ্রাম এর। আশা করি উপরের তালিকা হতে আপনি উপকৃত হবেন। এখানে উল্লেখ্য যে, যদি আপনি লোকেশনে দেওয়া অ্যাড্রেস না বোঝে থাকেন, তাহল দয়া করে তাদের মোবাইল নাম্বারে কন্টাক্ট করতে পারেন। আশা করি তখন আপনি তাদের এক্সেক্ট লোকেশন পেয়ে যাবেন।

ওয়ালটন সার্ভিস সেন্টার চট্টগ্রাম নিয়ে শেষ কথা

এই পর্যন্ত আমার পাওয়া তথ্যের ভিত্তিতে যথেষ্ট চেষ্টা করেছি যে, চট্টগ্রামে থাকা ওয়ালটনের সবগুলো সার্ভিসিং সেন্টার তুলে ধরার। তবে যথাযোপযুক্ত চেষ্টার পরও যদি কোনো তথ্য বা লোকেশন মিস হয়ে থাকে, সেটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এখানে উল্লেখ্য যে, পাঠকদের সুবিধার্থে আমি ওয়ালটন সার্ভিসিং সেন্টারের নাম সহ লোকেশন উল্লেখ করেছি। কিন্তু আপনারা যদি লোকেশন চিনতে দ্বিধা বোধ করেন, তাহলে তালিকার মধ্যে দেওয়া মোবাইল নাম্বারে ফোন দিতে পারেন। আশা করি এতে আপনাদের কাজ হয়ে যাবে। তবে চট্রগ্রামবাসীরা খুব সহজেই লোকেশনগুলো চিনে ফেলবে বলে আশা করি।

ওয়ালটন সার্ভিস সেন্টারের তালিকায় আমরা একটি ভুল করেছি, সেটি হলো গেজেট অনুযায়ী বা পণ্য/প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আমরা লিস্ট সাজাতে ব্যর্থ হয়েছি। তবে আপনারা মনোযোগ সহকারে পড়লে, খুব সহজেই বোঝে যাবেন যে, কোন অ্যাড্রেসটি কোন পণ্য বা প্রোডাক্টের। আশা করি আমার কথাটি আপনারা বোঝতে সক্ষম হয়েছেন।

যাইহোক, আলোচনা আর বড় করবো না। সর্বপরি বলতে চাই যে, আজকের আর্টিকেল তথা ওয়ালটন সার্ভিস সেন্টার চট্টগ্রাম – এ যদি কোনো রকম ভুল-ভ্রান্তি হয়ে থাকে, সেটি দূরভাষ এর কমেন্টে উল্লেখ করবেন এবং অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং-কি, আপনার যদি পরিচিত কোনো ওয়ালটনের সার্ভিস সেন্টার থেকে থাকে, তাহলে সেটিও উল্লেখ করবেন। আজ আর নয়, আবার আপনাদের মাঝে ফিরে আসবো নতুন আরেকটি আর্টিকেল নিয়ে। সবাই ভালো থাকুন।

Leave a Comment