অন্যান্য সকল সিমের ন্যায় আমরা খুব সহজেই প্রয়োজনীয় ডকুমেন্টস এর মাধ্যমে এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করতে পারি। এই ক্ষেত্রে জাস্ট আমাদের কিছু লিগ্যাল ইনফরমেশন লাগবে। নানা কারণেই আমাদেরকে আমাদের ব্যবহার করা সিমের মালিকানা পরিবর্তন করা লাগে। আর সেই ক্ষেত্রে আমরা কিছুটা হতবম্ব হয়ে যাই। যাইহোক, এয়ারটেল সিমের মালিকা পরিবর্তন করার নিয়ম সহ আনুসাঙ্গিক সকল ধরনের তথ্য আমরা আজকের আর্টিকেলের মাধ্যমে জানার চেষ্টা করবো।
এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম
কিভাবে আমরা এয়ারটেল সিমের মালিকানা তথা সত্ত্বাধিকার পরিবর্তন করতে পারি? এয়ারটেল সিমের সত্ত্বাধিকার চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে? অথবা কত টাকা লাগবে? আসুন ক্রমান্বয়ে জেনে নেই এসব প্রশ্নের উত্তর। প্রথমে জেনে নিই কি কি ডকুমেন্টস বা প্রয়োজনীয় কাগজপত্র লাগবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- সিমের বর্তমান মালিক এবং গ্রহণকারীর পাসপোর্ট সাইজ দুই কপি ছবি
- সিম দাতা ও গ্রহীতার এনআইডির ফটোকপি
- উভয়ের আঙ্গুলের চাপ
- ঢাকা বা চট্রোগ্রামের ভিতর হলে ৭০ টাকা, অন্যথায় একশত টাকা।
- কিছু ব্যক্তিগত তথ্য
উপরোক্ত এই তথ্যগুলো দ্বারা যেকেউ খুব সহজেই সিমের মালিকানা পরিবর্তন করতে পারে। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে, এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করার প্রসেস বা নিয়মটা কী? আচ্ছা, চলুন এই বিষয়ে জানা যাক-
যদি আপনি উপরোক্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংরক্ষণ করতে সক্ষম হোন, তাহলে এখন আপনাদের দু’জনকেই (সিম দাতা ও গ্রহীতা) নিকটস্থ এয়ারটেল কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। এয়ারটেল কোম্পানি বাংলাদেশের প্রতিটি জেলায় তাদের কাস্টমার কেয়ার রেখেছে। সেক্ষেত্রে আপনি স্থানীয় দোকান কিংবা সিম বিক্রি করে এমন কারো নিকট না গিয়ে সরাসরি কাস্টমার কেয়ারে চলে যান। এরপর এয়ারটেল কাস্টমার কেয়ারের লোকজন নিয়মমাপিক সব কিছু করে দিবে। তবে যদি টাকার কথা বলি, তাহলে ঢাকা ও চট্রোগ্রামের ভিতর হলে আমাদেরকে পে করতে হবে ৭০ টাকা। আর যদি এই দুই স্থান ব্যতিত বাংলাদেশের অন্য কোথাও হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পে করতে একশত টাকা।
এখন ব্যক্তি সিম দাতা যদি মৃত হয়, তাহলে উক্ত সিম কীভাবে ট্রান্সফার করবেন? এখানে আমাদের করণীয় কী? সেক্ষেত্রেও আমাদের বেশ কিছু করণীয় আছে। চলুন, সেগুলো জেনে নিই-
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি
- সিম দাতার ডেটথ সার্টিফিকেট
আর সিম গ্রহীতার ক্ষেত্রে উপরোক্ত তথ্যগুলো লাগবে। যাইহোক, এইভাবেই আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস এর মাধ্যমে এক জনের সিম অন্যজনের নামে নিয়ে নিতে পারি। আশা করি, এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। তারপরও যদি কারো কোনো রকম এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন নিয়ে প্রশ্ন থাকে, তাহলে দূরভাষ এর কমেন্টবক্সে কমেন্ট করতে পারেন। আশা করি রিপ্লাই এর মাধ্যমে আপনার কনফিউশন দূর হবে।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।