ঢাকার উত্তর বাড্ডা আবাসিক হোটেল এর খোঁজ নিলে অনেক পাবেন তবে মান-সম্মত এবং থাকার উপযোগী কয়টা পাবেন, তা বলার অপেক্ষা রাখে না। তাই আপনাদের দিক বিবেচনা করে আজকের আর্টিকেলে আমি বেশ কিছু আবাসিক হোটেল সাজেস্ট করবো, যেগুলো মূল ঢাকা উত্তর বাড্ডায় অবস্থিত।
বিস্তারিত জেনে নিন ঢাকা নিউ মার্কেট আবাসিক হোটেল সম্পর্কে।
আর্টিকেল শুরুর পূর্বে কিছু সতর্কীকরণ বার্তা আপনাদেরকে দিয়ে দেই। সেগুলো হলো- যেকোনো স্থানে যেকোনো একটি আবাসিক হোটেল ভাড়া করার পূর্বে ঐ হোটেল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে, বিস্তারিত বলতে এক্সেক্ট কোন কোন তথ্যগুলো? তারমধ্যে উল্লেখযোগ্য হলো ঐ আবাসিক হোটলের ভাড়া, নিরাপত্তা ব্যবস্থা, ব্যবহার সহ আনুষাঙ্গিক সব কিছু। অন্যথায়, হোটেলে উঠার পর আপনাকে বিভিন্নভাবে হেনস্তা হতে হবে। তাই, যেই আবাসিক হোটেলে হোক না কেন, এটা হতে পারে বাড্ডা আবাসিক হোটেলে কিংবা যেকোনো, প্রথমে উপরোক্ত জিনিসগুলো ইনসিয়র হয়ে নিবেন।
এবার চলুন একটা তালিকা দেখি, যেখানে উত্তর বাড্ডার মধ্যে থাকা সকল আবাসিক হোটেলগুলো তুলে ধরা হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে উপরোক্ত রিকয়ারম্যান্টগুলো ফিলাপ করার। তারপরও আপনারা নিজস্ব দায়িত্বে সেগুলো চেক করে নিবেন।
উত্তর বাড্ডা আবাসিক হোটেল এর তালিকা
এই মূহর্তে আমরা ঢাকা বাড্ডার মধ্যে থাকা আবাসিক হোটেলগুলো দেখার চেষ্টা করবো। যেগুলো কোয়ালিটিফুল এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর। একই সাথে ভাড়াও তুলনামূলক কম। যাইহোক, চলুন তাহলে দেখে নিই উত্তর বাড্ডাতে অবস্থিত এমন কিছু আবাসিক হোটেল-
উত্তর বাড্ডা আবাসিক হোটেল | ঠিকানা/মোবাইল নাম্বার |
Hotel Bismillah Abasik International | 01998244582 |
মহুয়া আবাসিক | 01977765503 |
হোটেল প্রভাতী আবাসিক | QCHG+R79, Dhaka 1212 |
উপরে যে আবাসিক হোটেলগুলো তুলে ধরেছি, তার সবগুলোই উত্তর বাড্ডায় অবস্থিত। আশা করি আপনারা যারা যারা উত্তর বাড্ডায় আবাসিক হোটেল খুঁজছেন, তাদের জন্য এই আর্টিকেলে বেশ তথ্যবহুল হবে। তারপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে নিম্নে কমেন্ট করুন। দ্রুত রিপ্লেই দেওয়ার চেষ্টা করবো।
উত্তর বাড্ডা আবাসিক হোটেল নিয়ে শেষ কথা
উত্তর বাড্ডাতে অবস্থিত কোয়ালিটিফুল কয়েকটি আবাসিক হোটেল তুলে ধরেছি। এখান হতে আপনি যেকোনো একটি আবাসিক হোটেলে উঠতে পারেন। তবে এখানে উল্লেখ যে, আমরা যে আবাসিক হোটেল গুলো লিস্টে তুলে ধরেছি, সেগুলো মূলত গগুল ম্যাপ থেকে নেওয়া। তাই অবশ্যই আপনার নিজের দায়িত্বে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।
আপনারা যখন কোনো একটি আবাসিক হোটেলে উঠবেন, তখন সবসময় কয়েকটি জিনিস মাথায় রাখবেন। কেননা, অন্যথায় আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তাই কোনো একটি আবাসিক হোটেলে উঠার পূর্বে অবশ্যই সেই হোটলের সামগ্রিক তথ্য জেনে নিবেন। যেমন হোটেল গত কয়েক মাসের ইতিহাস। গেস্টের সাথে তারা কেমন আচরণ করে, তাদের হোটেলে কোনো হিডেন চার্জ আছে কি-না, তাদের হোটেল ভাড়া কত সহ ইত্যাদি বিষয় জেনে নিবেন। আর আরেকটি বিষয় অবশ্যই জেনে নিবেন যে, তাদের খাবার পরিবেশন সম্পর্কে। খাবারের দাম, মেন্যু সহ ইত্যাদি তথ্য জেনে নিবেন। আশা করি এই তথ্যগুলো সম্পর্কে যখন শিউর হয়ে নিবেন, তখন আর কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। অন্যথায় আপনাকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে। যা সচারাচর অন্য সকল আবাসিক হোটেলগুলোতে পড়তে হয়। আশা করি আমার কথাগুলো আপনারা বোঝতে পেরেছেন।
যাইহোক, আজকের আর নয়, আশা করি খুব তাড়াতাড়ি নতুন আরেকটি আর্টিকেল নিয়ে আপনাদের সাথে পুনরায় আলোচনা করবো। এতোক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
আমি ইকরামুল হক। শুধু মাত্র নিজের প্যাশনেট থেকে ব্লগিং করছি। চেষ্টা করি প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় সম্পর্কে জানতে এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে। তারই ধারাবাহিকতায়, প্রতিনিয়ত আমার লিখনী প্রকাশ করছি দূরভাষে। সো, স্টে উইথ মি এন্ড নো মোর এন্ড গ্রো ইউর নলেজ।