ইসলামিক ইমু আইডির নাম । ছেলে-মেয়ে

ইসলামিক ইমু আইডির নাম

ইসলামিক ইমু আইডির নাম জানতে চেয়ে অনেকেই আমরা ইন্টারনেট তথা গুগলে (Google) সার্চ করে থাকি। কিন্তু পর্যাপ্ত রেজাল্ট না থাকায় আমরা অনেকেই হতাশ হই। যাইহোক, আপনাদের হতাশা কিছুটা হলেও লাঘব করতে আজকের আর্টিকেলে আমি বেশ অনেকগুলো ইসলামিক নাম তুলে ধরেছি, যেগুলো আপনি ইমু আইডির নাম হিসেবেও ব্যবহার করতে পারেন। শুধু ইমু নয় বরং এই নামগুলো আপনারা ইসলামিক টিকটক আইডির নাম, ইসলামিক ফেসবুক আইডির নাম হিসেবেও ব্যবহার করতে পারেন। তবে নিম্নে আমি যে নামগুলো উল্লেখ করেছি, সেগুলো বিশেষ করে ইসলামিক ইমু আইডির নাম হিসেবেই খ্যাত। যাইহোক, আলোচনা বিলম্ব না করে চলুন কাঙ্খিত সেই নামগুলো জেনে নিই।

ছেলে-মেয়েদের ইসলামিক ইমু আইডির নাম

ছেলে-মেয়েদের ইসলামিক ইমু আইডির নাম

জেন্ডারের ভিত্তিতে  এবং পাঠকদের বোঝার সুবিধার্থে আমরা ইসলামিক ইমু আইডির নামগুলোকে দু্’ভাগে ভাগ করেছি। অর্থাৎ ছেলেদের নামগুলো আলাদা হেডিং-এ উল্লেখ করেছি এবং মেয়েদের ইমু নামগুলো আলাদাভাবে তুলে ধরেছি।

যেহেতু আমাদের পাঠকদের প্রায় অর্ধেক ছেলে এবং বাকি অর্ধেক মেয়ে, তাই দুই জেন্ডারের কথা বিবেচনা করেই আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে। মুসলিম সন্তান হিসেবে ছেলে মেয়ে আমরা সবাই চাই আমাদের ইমু আইডির নামটি একটি ইসলামিক নাম রাখতে। কিন্তু আমরা বেশিরভাগই আমাদের চিন্তা-চেতনার মাধ্যমে ইসলামিক নাম তৈরি করতে পারি না। তবে এখানে ওরিড হওয়ার কিছু নেই। কেননা, এখন আমরা ছেলে এবং মেয়ের আলাদাভাবে ইসলামিক ইমু আইডির নাম সম্পর্কে জানবো। চলুন জেনে নিই ইমু আইডির নামগুলো।

ছেলেদের ইসলামিক ইমু আইডির নাম

ছেলেদের ইসলামিক ইমু আইডির নাম

আর্টিকেলের শুরুতে আমি বলেছিলাম যে, পাঠকদের পড়ার সুবিধার্থে সবগুলো নামকে আমরা দু’ভাবে তুলে ধরেছি। আর এটি হলো প্রথম। অর্থাৎ, এই অংশে আমরা ছেলেদের ইমু আইডির অনেকগুলো ইসলামিক নাম সম্পর্কে জানবো। পরোক্ষণে জানবো মেয়েদের আইডি নামগুলো। যাইহোক, বিলম্ব না করে চলুন জেনে নিই ছেলেদের ইসলামিক ইমু আইডির নামগুলো।

  • আল্লাহর গোলাম
  • আলোর দিশারি
  • আলোর মশাল
  • গুগাহগার বান্দা
  • আলোর পথিক
  • সরল পথের পথিক
  • মুত্তাকি হতে চাই
  • ইমান নিয়ে মরতে চাই
  • নাফরমান হয়ে মরতে চাইনা
  • আমি আল্লাহর গোলাম
  • এক পাপি বান্দা
  • আমি এক মুসাফির
  • দুই দিনের মুসাফির
  • সত্য পথের সন্ধানী
  • সত্য পথের সন্ধানে
  • এসো আলোর পথে
  • ইসলামের পতাকা
  • নবী মোর পরশমনি
  • আল্লাহ আমার সব
  • ইসলামই সেরা
  • মুসলিমের পতাকা
  • কালিমার পতাকা
  • শান্তির পতাকা
  • মুমিন বান্দা
  • আল্লাহর গোলাম
  • শেষ নবীর গর্বিত উম্মত
  • ইবাদতে মশগুল
  • ইসলাম মানে শান্তি
  • ইসলামের আলোয় আলোকিত
  • ভাগ্যবান উম্মত
  • আল্লাহর দরবারে শুকরিয়া
  • একত্ববাদের অনুসারি
  • তাওহীদের অনুসারি
  • সুন্নীয়তের ক্ষুদ্র প্রচারক
  • সুন্নীয়ত আমার আকিদা
  • ইসলাম আমার চেতনা
  • নবী আমর অনুপ্রেয়না
  • নবী আমার ভালোবাসা
  • রসুলের সেনা
  • মুত্তাকি হতে চাই
  • মুনিনের দিশা
  • কোরআন আমার পাথেয়
  • সমস্ত প্রশংসা আল্লাহর
  • কোরআন আমার পথের দিশা
  • কোরআন আমার জান
  • নবী আমার ভালোবাসা
  • হাশরের অপেক্ষায় আছি
  • নবীর প্রেমে পাগল
  • নবীর আশেক
  • রসুলের আশেক
  • আশেকে রাসুল
  • মদিনাওয়ালার আশেক
  • আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি
  • সুন্নাহ আমার জীবন
  • ভ্রান্ত পথ পরিহারকারী
  • গুনাহগার মুসাফির
  • ইসলাম আমার জান
  • রাসুল আমার আদর্শ
  • রাসুল আমার দিশারি
  • রাসুল আমার নেতা
  • রাসুল আমার শিক্ষক
  • পাপিষ্ট বান্দা
  • আল্লাহ মাফ করো
  • আল্লাহ ভরসা
  • আল্লাহ সর্বশক্তিমান
  • বিশ্বাসি পথিক
  • এসো সত্যের পথে
  • দ্বীনের দাওয়াত
  • গুনাহগার উম্মত
  • শান্তির পথে যাত্রী
  • সরল পথের যাত্রী
  • বিশ্বাসি বান্দা
  • নাফরমান বান্দা
  • ইসলাম আমার সত্বা
  • ইসলাম আমার অস্তিত্ব
  • সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ
  • মুহাম্মদ আমার ভালোবাসা
  • ইসলামিক পৃথীবির স্বপ্নচারী
  • আল্লাহর করুনাকামী
  • নবীর বাধ্য উম্মত
  • ইসলামিক পোস্ট দাতা
  • ইবাদতে মশগুল
  • জিহাদি হতে চাই
  • জিহাদি চেতনায় উদ্দীপ্ত
  • জিহাদি সৈনিক
  • মুজাহিদ
  • কারবালার সৈনিক
  • কারবালার যোদ্ধা
  • ইসলাম মুক্তির পথ
  • খেলাফত ফিরে আসুক
  • জিহাদেই মুক্তি
  • নফসের বিরুদ্ধে জিহাদ
  • গাজি হতে চাই

উপরের সবগুলো নাম ইসলামিক এবং সেগুলো মূলত ছেলেদের জন্যই প্রযোজ্য। এই নামগুলো বর্তমানে ছেলেদের ইসলামিক ইমু আইডির নামে প্রচুর ব্যবহার হয়ে থাকে। এক কথায় ছেলেদের জন্য ট্রেন্ডি ইমু নাম। যাইহোক, আশা করি উপরে দেওয়া ইসলামিক নামগুলো হতে আপনারা যেকোনো একটি নাম চয়েজ করতে সক্ষম হয়েছেন। এছাড়াও আপনি যদি এখানে হতে একটি নামও চয়েজ করতে না পেরে থাকেন, তাহলে দয়া করে নিম্নে কমেন্ট করুন। খুব দ্রুত আপনাদের নিকট আরো কিছু ছেলেদের ইসলামিক ইমু আইডির নাম তুলে ধরবো। যাইহোক, এবার চলুন মেয়েদের ইসলামিক ইমু আইডির নামগুলো জেনে নিই।

মেয়েদের ইসলামিক ইমু আইডির নাম

মেয়েদের ইসলামিক ইমু আইডির নাম

এই পর্বে আমরা জানবো মেয়েদের ইসলামিক ইমু আইডির নাম সম্পর্কে। আপনি যদি ইন্টারনেটে উপরোক্ত লিখাটি লিখে সার্চ দিন, তাহলে দেখতে পাবেন যে, ইন্টারনেট তথা গুগল বা বিং-এ এই নিয়ে তেমন বেশি রেজাল্ট নেই। আর যে বিধায় পাঠকগণ বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হতে হয়। যাইহোক, পাঠকদের হতাশা কিছুটা হ্রাস করতেই নিম্নে আমি অনেকগুলো ইসলামিক ইমু আইডির নাম তুলে ধরেছি, যেগুলো একই সাথে মেয়েদের ক্ষেত্রে বেশ মানানসই এবং স্টাইলিশ নাম বটে। চলুন তাহলে পড়ে নেই সেই নামগুলো।

  • জান্নাতের বাগান
  • পর্দাশীল মেয়ে
  • নামাজি মেয়ে
  • বোরকা পড়া মেয়ে
  • বোরকা পড়া সুন্দরী মেয়ে
  • হিজাব কুইন
  • ইসলামী কন্যা
  • হিজাবী মেয়ে
  • মা বাবার একমাত্র কন্যা
  • জান্নাতের ফুল
  • আদর্শ কন্যা
  • বাবার আদরের মেয়ে
  • সুশিক্ষিত কন্যা
  • স্পষ্ট নারী
  • কালো আদর্শ নারী
  • অবুঝ মন
  • তাসনিয়া সুলতানা
  • তানিয়া পারভীন
  • নুহা ফারবিন
  • মীম আক্তার
  • সুরাইয়া আক্তার
  • আইরিন সুলতানা
  • ইসলামিক কন্যা
  • পবিত্র হৃদয়
  • জান্নাতি জীবন
  • জান্নাতি রমনী
  • আমি ফাতেমার উত্তরসূরী
  • ভালোবাসি আল্লাহকে
  • আল্লাহ আমার প্রান
  • চীরচেনা রুপে আমি
  • জান্নাতি হবু হুর
  • রাসুল আমার প্রাণ
  • রাসুল আমার ভালবাসা
  • আমার স্বামী আমার বেহেস্ত
  • চরিত্রটা মাশাল্লাহ
  • ভালোবাসবো বিয়ের পরে
  • রাব্বায়াতুল বাইত
  • পর্দাশীল কন্যা
  • মুনিয়া সুলতানা নুহা।
  • নামাজী মেয়ে।
  • নামাজ বেহেস্তের চাবি ।
  • জান্নাতুল ফেরদৌস
  • ইয়া উম্মে
  • মায়ের আদর্শ কন্যা
  • স্মার্ট মেয়ে
  • রূপসী কন্যা
  • নিশ্চুপ অভিমানী
  • নীড় হাড়া পাখি
  • আল্লাহর গোলাম
  • দুষ্টু মেয়ের মিষ্টি কথা
  • শূন্য পৃথিবী

উপরোক্ত সবগুলো মেয়েদের ইমু নাম এর ক্ষেত্রে বেশ মানানসই এবং একই সাথে এই নামগুলো একজন মেয়ে চাইলেই তার ইমু আইডির মধ্যে ইসলামিক নাম হিসেবে ব্যবহার করতে পারে। তবে এখানে আপনাদের বলে রাখা ভালো যে, যদি উপরে দেওয়া নামগুলো হতে একটি নামও আপনি পছন্দ না করে থাকেন, তাহলে অবশ্যই নিম্নোক্ত ফর্মে একটি কমেন্ট করে যাবেন। এতে করে আমরা ভবিষ্যৎ আর্টিকেলগুলোতে মনোযোগী হওয়ার আরো অনুপ্রেরণা পাই। তবে আশা করা যায় যে, উপরোক্ত মেয়েদের ইসলামিক নামগুলো হতেই যেকোনো একটি নাম সিলেক্ট করতে সক্ষম হবেন।

ইসলামিক ইমু আইডির নাম নিয়ে কিছু উপদেশ

ইসলামিক ইমু আইডির নাম নিয়ে কিছু উপদেশ

দেখুন, চাইলেই কিন্তু একজন ব্যক্তি তার ইমু আইডিতে যেকোনো একটি নাম সেট করতে পারে। তবে তাঁর ইমু আইডিতে ইসলামিক একটি নাম সেট করতে একজন মুসলাম ঘরের সন্তানের সৎ সাহস থাকতে হয়। দুর্বল সাহসের ব্যক্তিদের দ্বারা এটি কখনোই সম্ভব নয়। তবে হ্যা, যদি ইসলাম নিয়ে কিছুটা স্টাডি করে, তবে আমি শিউর যে, কিছুটা হলেও সে অনুভব করবে যে, তার ইমু আইডির নাম ইসলামিক নামেই রাখতে হবে। অন্যথায়, আকাশ, পাতাল, বাতাস এর ন্যায় নাম রেখে প্রতিনিয়ত গুণাহ এর আমল জোগাড় করবে।

যাইহোক, একজন ব্যক্তি তার ইমু আইডির নাম ইসলামিক রাখবে নাকি সে নিজের মর্জি অনুযায়ী রাখবে, এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। তবে এটাও ঠিক যে, একজন মুসলিম হিসেবে তাকে অবশ্যই ধর্মের নিয়ম-কানুন এর উপর শ্রদ্ধাশীল হতে হবে। অন্যথায়, দুনিয়া এবং আখিরাত উভয় হারানোর  সম্ভাবণা থাকে।

শেষ কথা

দেখুন, ব্যক্তিগত নাম রাখুন অথবা সোস্যাল মিডিয়ার জন্য নাম রাখুন, উভয় ক্ষেত্রেই আপনাকে বেশ কেয়ারফুল হতে হবে। কেন? কারণ আমাদের মনের অজান্তেই আমরা অনেকেই এমন কিছু নাম সিলেক্ট করি, যেগুলো শাব্দিক অর্থ মারাত্মক নেতিবাচক। সেই দিক বিবেচনায় আপনাকে অবশ্যই একটি ইসলামিক নাম রাখতে হবে। তবে এখানে প্রশ্ন আসতে পারে যে, কিভাবে আপনি বোঝবেন যে, এই নামটি ইসলামিক? এখানে বলে রাখা ভালো যে, নাম চয়েজের ক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে। তাড়াহুড়ো করে যেকোনো একটি নাম চয়েজ করা কোনোভাবেই যাবে না।

যেহেতু আপনি ইসলামিক ইমু আইডির নাম সম্পর্কে জানতে চেয়েছেন, সেহেতু্ উপরে আমি অনেকগুলো ইসলামিক ইমুর নাম তুলে ধরেছি। যেগুলো আপনারা উভয়ের জন্য অর্থাৎ ছেলে ও মেয়ের জন্য ব্যবহার করতে পারেন। এখানে উল্লেখিত ইসলামিক ইমু নামগুলো পছন্দ না হলে দয়াে করে কমেন্ট করুন। খুব দ্রুত আপনাকে আরো কিছু ইসলামিক ইমু নাম সহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

আজ আর নয়। ইসলামিক ইমু আইডির নাম সম্পর্কিত আর্টিকেলটির সমাপ্তি এখানেই ঘটাতে চাচ্ছি। আশা করি পরবর্তী কোনো একটি নতুন আর্টিকেল প্রকাশ করবো ‍খুব তাড়াতাড়িই। সে অবধি সবাই ভালো ও সুস্থ্য থাকুন।

Leave a Comment