আশকোনা আবাসিক হোটেল

আশকোনা আবাসিক হোটেল

আজকে আলোচনা করবো আমরা আশকোনা আবাসিক হোটেল নিয়ে। অনেকেই ঢাকা এয়ারপোর্ট এরিয়ায় গিয়ে থাকার প্রয়োজন পরে অথবা আশকোনা নানা কাজে গিয়ে থাকার প্রয়োজন বোধ হয়। ঠিক তখন একটি আবাসিক হোটেল দরকার হয়। কিন্তু যে ঢাকায় প্রথম কিংবা আশাকোনায় গিয়ে আবাসিক হোটেল ভাড়ার করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা না থাকে, তার জন্য এই বিষয়টি ব্যাপক প্যারার। আর এই কারণেই আজকের আর্টিকেলে আমি আপনাদের বেশ কিছু আবাসিক হোটেলের ঠিকানা সহ মোবাইল নাম্বার প্রোভাইড করবো। যেগুলোর মাধ্যমে আশকোনাতে থাকা ভালো ও কোয়ালিটিপূর্ণ আবাসিক হোটল ভাড়া করতে পারবেন। আলোচনা বিলম্ব না করে চলুন তাহলে জেন নেই আশকোনার মধ্যে থাকা ভালো কিছু আবাসিক হোটলের ঠিকানা সম্পর্কে বিস্তারিত।

আরো জনাতে ভিজিট করুন: জেনে নিন আব্দুল্লাহপুর আবাসিক হোটেল এবং খিলক্ষেত আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত।

ঢাকা আশকোনা আবাসিক হোটেল সমূহ

ঢাকা আশকোনা আবাসিক হোটেল সমূহ

দেখুন, আপনি যদি আশকোনা এলাকায় গিয়ে এলোমেলো ভাবে একটি আবাসিক হোটেলে উঠেন, তাহলে সেখানে আপনি ধরার খাওয়ার চাঞ্চ প্রায় ৯০%। কেননা, আশকোনোয় অনেক আবাসিক  হোটেল রয়েছে, যেখানে মূলত গ্রাহক/গেস্টের জন্য টোপ পেতে রাখে। আপনি সার্বিকভাবে সেখানে ঠকবেন। তাই আমরা এই সমস্ত দিক বিবেচনা করে বেশ কয়েকটি আবাসিক হোটেলের তালিকা তৈরি করেছি। চলুন তাহলে সেগুলো দেখে নিই-

আশকোনা আবাসিক হোটেলঠিকানা/মোবাইল নাম্বার
হোটেল তাজ (আবাসিক)Address: VC28+J53 Bazar, Dhaka 1230
Mobile: 01301323351
Hotel Nirma ResidentialAddress: 343 South, Dhaka 1230
Mobile: 01915736125
Hotel Parvin International (Residential)Address: Siraj Tower, 5 No Askona, Dokhin Khan Uttara, Ashkona, Dhaka 1230
Mobile: 01767803788
Hotel Shahjalal InternationalAddress: VC27+H44, Airport – Dakshinkhan Rd, Dhaka 1230
Mobile: 01840042259
হোটেল মারিয়া আবাসিকAddress: 564 askona, Airport – Dakshinkhan Rd, Dhaka 1230
Mobile: 01977765511

উপরে যে আবাসিক হোটেলগুলো তুলে ধরেছি,  সবগুলো হোটেল হলো আবাসিক হোটেল এবং সবগুলোর ঠিকানা হলো ঢাকা আশকোনো কিংবা আশকোনো এলাকার একদম কাছেই। তাই আপনার যদি সত্যিকার অর্থেই একটি আবাসিক হোটেল দরকার হয়, তাহলে উপরে দেওয়া মোবাইল নাম্বারগুলো হতে যেকোনো একটিতে ফোন দিয়ে শিউর হয়ে নিন। তবে এখানে উল্লেখ্য যে, এখানে দেওয়া তথ্যের উপর নির্ভর করে কোনো হোটলে উঠার পূর্বে অবশ্যই আপনাকে সে হোটেল সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে নিজ দায়িত্বে উঠতে হবে। অন্যথায় কোনো ঝামেলা কিংবা বিপদ-আপদে আমরা কোনো ভাবেই দায়ী থাকবো না। তবে আপনি যখন একটি আবাসিক হোটেল ভাড়া করবেন, তখন বেশ কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। সেগুলো কি? চলুন তাহলে এক এক করে সেই বিবেচ্য বিষয়গুলো জেনে নিই।

আশকোনা আবাসিক হোটেল সম্পর্কিত নির্দেশনা

আশকোনা আবাসিক হোটেল সম্পর্কিত নির্দেশনা

অনেকে আমাদের কাছ থেকে আবাসিক হোটেল ভাড়া করার ক্ষেত্রে কিছু নির্দেশনা চায়। কিন্তু হুট করে আমরা একটি নির্দেশনা দিলেই তা সমাধান করবে না। কারণ, লোকেশন সহ সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করেই আবাসিক হোটেল নির্বাচন করতে হয়। তাহলে এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে, কি সেই বিবেচন্য বিষয়গুলো? হ্যাঁ, এখন আমরা সেগুলো জানবো।

যদিও পূর্বের আর্টিকেলগুলোতে আমরা এই নিয়ে বিস্তারিত বলেছি। তারপরও আমরা এই পর্বে জানার চেষ্টা করবো কি কি বিষয় বিবেচনা করে একটি আবাসিক হোটেল ভাড়া করবো। প্রথমে আপনি চেস্টা করবেন ঐ হোটেল সম্পর্কে বিস্তারিত জানার। হোক সেটা আমাদের উল্লেখিত আবাসিক হোটেল সমূহ কিংবা অন্য যেকোনো হোটেল সমূহ।

দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই ঐ হোটেল সম্পর্কে স্থানীয়ভাবে লোকদের কাছ থেকে জেনে নিতে হবে। হোটেল এর কয়েক মাসের ইতিহাস সহ হোটেল পরিচালনা ইত্যাদি সম্পর্কে জেনে নিবেন।

এর জেনে নিবেন হোটেল ক্যাশিয়ার থাকে যে, হোটলের ভাড়া সহ খাদ্য এবং হিডেন চার্জ সহ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত। এই বিবেচ্য বিষয়গুলো যখন আমরা শিউর হয়ে নিবেন, তখন আপনি একটি হোটেল ভাড়া করবেন কি-না, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। আশা করি আমার দেওয়া টিপসগুলো আপনাদের নিকট ভালো লেগেছে।

আশকোনা আবাসিক হোটেল নিয়ে শেষ কথা

যারাই আশকোনো আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন, তাদের জন্যই আশা করি এই আর্টিকেলে দেওয়া তথ্যগুলো মারাত্মক উপকারে আসবে। এটা কিভাবে? এই যে উপরে টিপসগুলো দিয়েছি, সেগুলো মান্য করার মাধ্যমে।

আমরা অনেকে এলোমেলো ভাবে একটি আবাসিক হোটেল চয়েজ করে সেখানে উঠে যাই। কিন্তু এতে করে বিরাট সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ব্যাপারে আমরা মোটেও সচেতন নই। যাইহোক, যেহেতু আপনি এই অবধি আর্টিকেলটি পড়েছেন, তাই আশা করি আপনি সঠিক নিয়ম অনুসরণ করে একটি আবাসিক হোটেল নির্বাচন করবেন ঢাকা আশকোনোয়। আজ আর নয়। আশা করি আজকের আর্টিকেলটি দ্বারা আপনারা উপকৃত হতে পেরেছেন।

Leave a Comment